ফেসবুকের ভিডিও অটো চালু হওয়া বন্ধ করুন, সহজেই!

আহসান কামরুল
Published : 29 Sept 2015, 05:36 PM
Updated : 29 Sept 2015, 05:36 PM

ফেসবুকে ঢুকলেই আপনি দেখতে না চাইলেও হোমপেজে বিভিন্ন ভিডিও অটো চালু হয়ে যাচ্ছে। এতে নিশ্চয়ই আপনি বিরক্ত হচ্ছেন? আর মোবাইলে যারা ইন্টারনেট ব্যবহার করেন, তাদের কেনা মেগাবাইটের বাড়তি খরচ হচ্ছে এতে। ফেসবুকের নতুন এ বিরক্তির থেকে মুক্তি পেতে পারেন সহজেই। এ জন্য আপনাকে ফেসবুকে আপনার একাউন্টে লগইন করার পরে তিনটি ধাপ অনুসরণ করতে হবে।

প্রথম ধাপঃ সেটিংসে যান। (যেখানে ক্লিক করে লগ আউট করেন, ঠিক তার ওপরের অপশনটি সেটিংস।)

ধাপ ২ঃ বাম দিকের মেনুতে VIDEOS নামে একটা অপশনে ক্লিক করুন।

ধাপ ৩ঃ এবার AUTO PLAY VIDEOS নামের অপশনে যান। সেখানে DEFAULT লেখা আছে, এ লেখার ওপরে ক্লিক করে OFF সিলেক্ট করতে হবে।

এ পর্যন্তই শেষ। এখন থেকে হোমপেজে থাকা কোনো ভিডিও অটো চালু হবে না। নষ্ট হবে না আপনার কেনা মেগাবাইট। এখন থেকে ফেসবুক ব্রাউজ করুন আগের মতোই, বিরক্তিবিহীন…।

আহসান কামরুল
২৯.৯.২০১৫ খ্রি.
ঢাকা।