এখন আমাদের এমন একটি মাউথওয়াশ দরকার, যেটা রাজনীতিবিদদের মুখের দুর্গন্ধ ও অশ্লীলতা দু’টোই দূর করবে। ‘মফিজ, ভাড়া ত্রিশ’ টাইপের মাউথওয়াশ ব্যবহার করতে, করতে আমাদের রাজনীতিবিদদের কোয়ালিটি ওই পর্যায়ে গিয়েই পৌঁছেছে। এর থেকে মুক্তি পাওয়া দরকার। আপনার পছন্দসই নাম দিতে পারেন, কমেন্টবক্সে।
আহসান কামরুল
৫.১০.২০১৫ খ্রি.
ঢাকা।
পছন্দের পোস্ট করতে আপনাকে লগইন করতে হবে।