যুক্তি ছাড়া মুক্তি নাই

আহসান কামরুল
Published : 23 Jan 2016, 08:11 PM
Updated : 23 Jan 2016, 08:11 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মেট্রোরেলের পক্ষে আমি, তবে 'যুক্তিতে মুক্তি মেলে না' টাইপের চিন্তাধারায় বিশ্বাসী না। কারণ, যুক্তির চর্চা ব্যাহত হলে তখনি চাপাতির চর্চা শুরু হয়। তাই এটা মুক্তচিন্তার সচেতন কোনো মানুষের স্লোগান হতে পারে না। অবশ্য ঢাবিতে মেট্রোরেল বিরোধী কোনো জোরালো যুক্তি এখনো কেউ দিতে পারেননি।

তারপরেও যার মাথা থেকে 'যুক্তি দিয়ে মুক্তি মেলে না' টাইপের এ স্লোগানের পয়দা হয়েছে তার মাথাটার পরিচর্যা জরুরি। কারণ, সেই মাথায় থাকা গোবরের চেয়ে উন্নতমানের জৈবসার এ ধরণীতে আর দ্বিতীয়টা পাওয়া যাবে না!

আহসান কামরুল
২৩.১.২০১৬ খ্রি.
ঢাকা।