বইমেলায় বই কিনুন-১

আহসান কামরুল
Published : 31 Jan 2016, 05:28 PM
Updated : 31 Jan 2016, 05:28 PM

শুরু হলো ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মানেই বইমেলা। আর বইমেলা হলো বাঙালির প্রাণের উৎসব, বাংলা সাহিত্যের সবচেয়ে বড় মিলনমেলা। লেখক, প্রকাশক, পাঠক সবাই সারা বছর অপেক্ষায় থাকেন এ মিলনমেলার। মিলনের এ আকাঙ্খা আর আনন্দ থেকেই লেখকরা অক্ষরের ডান পাশে অক্ষর বসানোর দূরুহ কাজটি করে থাকেন। প্রকাশকরা তা প্রকাশ করে, আর পাঠকরা নতুন বইয়ের মলাট, পাতা নেড়েচেড়ে, পড়ে সেই আনন্দকে করে তোলেন প্রাণবন্ত।

আমি লেখক নই। লেখক হওয়ার মতো মেধা, বয়স কোনোটাই হয়নি। তবে ফেসবুকের বন্ধু তালিকায় থাকা লেখকদের বইগুলো 'নিজের' মনে করতে সমস্যা নেই নিশ্চয়ই? সমস্যা না থাকার এ অনুভূতি থেকে এই কয়েকটি বইয়ের 'বিজ্ঞাপন'। বন্ধু তালিকায় থাকা যে কারো বইয়ের প্রচার 'বিনামূল্যে' করতে রাজি…। এইটুকুও যদি করতে না পারি, তবে বন্ধু কীসের?

সবার প্রতি অনুরোধ, মেলায় আসুন। তবে মেলায় গিয়ে এই কয়েকটি বই কিনতে হবে এমন কথা নেই। আপনার ভালো লাগার যেকোনো বই কিনুন। বইমেলাকে করে তুলুন প্রাণবন্ত। আর মনে রাখবেন, বাঙ্গালির প্রাণের এ বইমেলাকে প্রাণবন্ত করতে আপনার অপেক্ষায় আছেন লেখক, প্রকাশকেরা।


বই: 'এখন অনেক রাত'
লেখক: রকিবুল ইসলাম মুকুল
প্রকাশক: Anindya Prokash (অনিন্দ্য প্রকাশ)
বইমেলার স্টল নং: ২৯৩-২৯৬


বই: 'সেন্টমার্টিনে টিনা'
লেখক: রকিবুল ইসলাম মুকুল
প্রকাশক: Anindya Prokash (অনিন্দ্য প্রকাশ)
বইমেলার স্টল নং: ২৯৩-২৯৬


লেখক: প্রভাষ আমিন
১. মাথায় কত প্রশ্ন আসে, (তাম্রলিপি)
২. স্পোর্টিংলি নাও, (আদর্শ)


বই: 'অবুঝ সেফটিপিন'
লেখক: মাসুম বিল্লাহ
বইটি পাবেন বাংলা একাডেমীর লিটলম্যাগ চত্বরে বহেড়া তলার নীচের স্টলে।

আহসান কামরুল
০১.০২.২০১৬ খ্রি.
ঢাকা।