আইনের ফাঁদে নারীর চোখ

কাওসার জামান
Published : 8 Nov 2014, 06:11 AM
Updated : 8 Nov 2014, 06:11 AM

সৌদি আরব নতুন আইন করেছে, যেসব নারীর চোখ আকর্ষনীয় তারা তাদের চোখ না ঢেকে ঘরের বাইরে বেরুতে পারবে না।
সৌদি নারীরা কি তবে চোখ বেঁধে অন্ধের মতো চলাফেরা করবে?
ইসলাম নারীদের পর্দা করার যে নিয়ম উল্লেখ করেছে তাতে চোখ ঢেকে রাখার কথা বলা হয় নি।
সৌদি শাসক পরিবারের লোকেরা ইসলাম বিরোধী সব অপকর্ম করে মজা লুটে। আর মধ্যযুগীয় আইন বানায় সাধারণ নারীদের জন্য।