সাতাশির ১০ই নভেম্বর

কাওসার জামান
Published : 10 Nov 2014, 06:27 AM
Updated : 10 Nov 2014, 06:27 AM

জনসংখ্যা এখন ১০ কোটি থেকে ১৬ কোটিতে দাড়িয়েছে। বাংলাদেশের কতো জন মানুষের মনে পড়ে নুর হোসেনের কথা?
সেই নুর হোসেন যে নিজের বুকে পিঠে "স্বৈরাচার নিপাত যাক, গনতন্ত্র মুক্তি পাক" লিখে মিছিলে অংশ নিয়ে পুলিশের গুলি খেয়ে শহীদ হয়েছিলো ১৯৮৭ এর ১০ই নভেম্বরে।
মা, মাতৃভাষা ও মাতৃভূমি প্রত্যেক মানুষের পরম শ্রদ্ধার বস্ত – নুর হোসেন আবারো তা প্রমাণ করে গিয়েছিলো।
তোমাকে স্মরণ করছি হে বীর।