যেন শুধু মেয়েরাই পাশ করে

কাওসার জামান
Published : 22 Sept 2015, 05:58 PM
Updated : 22 Sept 2015, 05:58 PM

দেশের পত্রিকাগুলি দেখলে মনে হয় এদেশে শুধু মেয়েরাই পড়াশোনা করে। যে কোনো পাবলিক পরীক্ষার ফলাফলের সাথে পত্রিকাগুলি সবসময় মেয়েদের ছবিই ছাপায়। এমন নয় যে, এক প্রতিষ্ঠানের ক্ষেত্রে মেয়েদের আর অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছেলেদের ছবি ছাপায়, তাদের সব ছবিই মেয়েদের। এমনকি প্রাইমারি স্কুলের পরীক্ষার ফলাফলেও এরা ছেলেদের রেখে পিচ্চি মেয়েদের ছবি প্রকাশ করে।

শুধু তাই নয়, পত্রিকাগুলির শিক্ষা পাতাও জানিয়ে দেয় যে, এদেশে ছেলে শিক্ষার্থী বলতে কেউ নেই। ঐ দিন আবার দেখলাম, একটি পত্রিকা ট্রেনের টিকেট পেয়েছে এমন ৩ মেয়ের ছবি বড় করে প্রথম পৃষ্ঠায় ছাপিয়েছে যেন কোনো ছেলে ট্রেনের টিকেট পায়নি। পত্রিকাগুলি নারী অধিকারের কথা বললেও এরা নারীদের কী চোখে দেখে তা ঐ ছবি ছাপানোর ব্যাপারটিই প্রমাণ করে। এরা হল বড় হিপোক্রিট। প্রয়োজন হোক বা না হোক, সুযোগ পেলেই নারীদেহের ছবি উপস্থাপন করে ব্যবসা করা এদের মুখ্য উদ্দেশ্য।

পুঁজিবাদীরা অনেক নারীকে পণ্য হিসেবে ব্যবহার করছে আর মিডিয়াগুলি পুঁজিবাদীদের সাঙ্গাত হিসেবে কাজ করছে।