ঈদের ছুটি ও কথকতা

কাওসার জামান
Published : 25 June 2016, 08:35 AM
Updated : 25 June 2016, 08:35 AM

সাম্প্রতিক বিতর্কের বিষয় হলো ঈদের ছুটি। এ নিয়ে হিন্দু ধর্মাবলম্বী অনেকে ফেসবুকে 'বিপ্লবী' স্ট্যাটাস দিয়ে বলছে- ঈদের ছুটি ৯ দিন আর পুজার ছুটি ১ দিন, এটা কি অসাম্প্রদায়িকতা? দেখা যাক, সত্যি কি ঈদের ছুটি ৯ দিন কিংবা সরকার কি আসলেই মুসলমানদের বাড়তি কোনো সুবিধা দিয়েছে?

শুধু ঈদের জন্য সরকারী ছুটি ৫, ৬ ও ৭ই জুলাই – এ ৩ দিন মাত্র। বরাবরই ঈদের ছুটি ৩ দিন হয়ে থাকে। এবার এর সাথে ১, ২, ৮ ও ৯ই জুলাই এ সরকারী অফিস কেনো বন্ধ থাকবে ক্যালেন্ডার দেখলেই তা বুঝা যায়।

১লা জুলাই শুক্রবার, ২রা জুলাই শনিবার, ৮ই জুলাই আবার শুক্রবার এবং ২রা জুলাই শনিবার। অর্থাৎ এগুলি ঈদের ছুটি নয়, নিয়মিত সাপ্তাহিক ছুটি। ৩রা জুলাই শবে কদরের ছুটি।

এর ফলে ঈদের ছুটির সাথে এমনিতেই আরো ৫ দিন ছুটি যোগ হয়ে যাচ্ছে। তাহলে ৯ দিনের মধ্যে ৮ দিনের হিসাব পাওয়া গেলো।

বাকী ১ দিন অর্থাৎ ৪ই জুলাই সরকারের নির্বাহী আদেশে ছুটি দেয়া হয়েছে তবে এটাও বাড়তি কোনো ছুটি নয়। ১৬ই জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। সরকার ঐ দিনের ছুটি বাতিল করে ৪ই জুলাই ছুটি দিয়েছে। তার মানে ঈদের ছুটি ৩ দিনই, ৯ দিন নয়।

তাই যারা 'ঈদের জন্য ৯ দিন ছুটি দেয়া হয়েছে' বলে অপপ্রচার করে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে তারা যে ঘৃণ্য সাম্প্রদায়িক জীব তা বলার অপেক্ষা রাখে না।

সাম্প্রদায়িক অপতৎপরতা সর্বদাই জঘন্য তা সে যে সম্প্রদায়ই এর আশ্রয় নিক না কেনো।