পাঠক-পাঠিকা ও ব্লগার বন্ধুদের বলছি

কৌশিক ভট্টাচার্য
Published : 11 Oct 2015, 04:16 AM
Updated : 11 Oct 2015, 04:16 AM

কিসের জন্যে এই লেখালিখি? প্রাণের আরাম! আত্মার শান্তি! নিষ্কাম কর্ম! হ্যাঁ অনেকটা।যাঁরা অন্য পেশায় যুক্ত থাকার পর লেখালিখি করেন, তাঁদের কথা আলাদা। তাঁদের উপার্জনের একটা পথ আছে। মাসের শেষে ধরা-বাঁধা মাইনে। নিশ্চিন্ত।

কিন্ত যাঁরা শুধুই লেখেন? অর্থাৎ লেখাটাই যাঁদের পেশা। শুধু লিখেই যাঁদের পেট চলে। তাঁদের কিন্ত মাস শেষে ধরা-বাঁধা মাইনে নেই। অথচ তাঁরা লেখা ছাড়া অন্য কোনও কাজই ঠিকঠাক পারেন না?লেখাই তাঁদের ধর্ম। তাঁদের কী হবে? এই ব্লগে প্রতিটা লেখা ঝাড়াই-বাছাই করা হয়। তারপর প্রকাশিত। এতে লেখার একটা মান বজায় থাকে। এতে লেখক যদি যৎসামান্য উপার্জন করতে পারেন তাহলে ক্ষতির থেকে লাভই বেশি নয় কি? কারন, এতে প্রতিযোগিতা আরও বাড়বে সঙ্গে লেখার মানও। কার্যত এর ফলে ব্লগও আকাশ ছোঁয়ার ক্ষমতা রাখবে। www.bdnews24.com-এর পাঠক-পাঠিকা ও ব্লগার বন্ধুরা কী বলেন?

www.bdnews24.com সেইসব লেখকদের ব্যাপারে কিছু ভেবেছেন? মনে রাখতে হবে, যাঁর ক্ষমতা বেশি তাঁর দায়িত্বও কিন্ত বেশি। www.bdnews24.com-এর ব্লগ অত্যন্ত জনপ্রিয়। তাই মনে হয় এর সমাধানে www.bdnews24.com-এর কর্মকর্তাদেরই এগিয়ে আসা উচিৎ। নয় কি?