ব্লগার মানবতাবাদীরাও সব নীরব!!! এই শিক্ষকদের পক্ষে তেমন কাউকে কথা বলতে দেখলাম না

কাইয়ুম খান
Published : 17 May 2012, 03:57 AM
Updated : 17 May 2012, 03:57 AM

যাকে পেটানো হচ্ছে তিনি একজন শিক্ষক । বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ান । বেতন কত পান জানেন ? না জানাটাই ভালো হয়তোবা ! পিতার পরেই যার সম্মানের আসন তিনি হচ্ছেন শিক্ষক । যার হাতে শুরু হয় লাখ লাখ শিশুর শিক্ষাজীবন । পুলিশ বাহিনীর এই সদস্যরা কি ভুলে গেছে ছোটবেলায় এ রকম এক শিক্ষকের কাছেই নিতে হয়েছিল প্রথম পাঠ ?

চাকরি জাতীয়করণ করার দাবিতে আন্দোলনে শামিল হয়েছিলেন তিনিও। সেই দাবি নিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন তাঁরা । শাহবাগে পুলিশ এভাবেই আক্রমণ করে তাঁদের ওপর। ছবিটা ভালো করে খেয়াল করুন । তাঁকে রাস্তায় ফেলে দিয়ে এক……জন ধরেছে শার্টের কলার । আরেকজন ঘাড়ের দিকে টানছে । হয়তো ছিড়ে গেছে অনেক কষ্টে জমানো টাকায় কেনা শার্টটা ।

শুধু লাঠিপেটা নয় , এই গরমে তাঁদের ওপর ঢালা হয় গরম পানি । অসুস্থ হয়ে পড়েন অনেক শিক্ষক ।পুলিশি নির্যাতনে আহত জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আজিজার রহমান নামের একজন শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মারাও গেছেন এ আঘাত আমাদের পিতার বুকে । এ আঘাত আমাদের চেতনায় ।

শিক্ষকদের ওপর এই নির্যাতনের প্রতিবাদ জানাই । শিক্ষকদের সাথে আলোচনা করে তাঁদের ন্যায্য দাবি মেনে নেয়া হোক