আসুন ধাতস্থ হই, ধৈর্য ধরি, আস্থা রাখি

কাজী শহীদ শওকত
Published : 3 July 2016, 08:27 AM
Updated : 3 July 2016, 08:27 AM

আল্লাহু আকবার বলে মানুষ খুন করা নতুন কোনো খবর নয়। ধর্মের নামে জঙ্গিবাদী গোষ্ঠির তাণ্ডব আগেও এদেশে হয়েছে। এবার তাতে নতুন মাত্রা পেয়েছে, এই যা। সকল গোয়েন্দা নজরদারি এড়িয়ে, নিরাপত্তা বলয় ডিঙিয়ে জঙ্গিরা ঠিক তাদের ছক অনুযায়ি কুপিয়ে, গুলি করে, বোমা মেরে চলে গেছে আগেও। না যেতে পারলে মারা পড়ছে। যেমনটি এবার হয়েছে। আগামিতেও এমন হামলা হতে পারে। এর জন্য অবশ্যই আমাদের বাহিনীগুলো আরও সতর্ক অবস্থানে থাকবে। সম্ভাব্য হামলার আশঙ্কায় জঙ্গি ধরার অভিযান অবশ্যই আরও চলবে। তবে বিচ্ছিন্ন এসব ঘটনাগুলো নিয়মিত হওয়া অবধি খুব বেশি দুঃশ্চিন্তার কিছু নেই বলে আমিও মনে করি।

ঘটনার আকস্মিকতায় ভয় পেলে চলবে না। আসুন ধাতস্থ হই, ধৈর্য ধরি, সরকারের নিষ্ঠার উপর আস্থা রাখি। অস্থির হয়ে কী লাভ? আসুন আমরা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করি।

মৃতদের আত্মার শান্তি কামনা করি। তাঁদের স্বজনদের জন্য সমবেদনা।