নরুন্দির পথে… মাঠের সবুজে, কাশবনের শুভ্রতায়

কাজী শহীদ শওকত
Published : 25 Sept 2016, 07:40 PM
Updated : 25 Sept 2016, 07:40 PM

২৩ সেপ্টেম্বর, ২০১৬। আমরা কয়েকজন গিয়েছিলাম। ময়মনসিংহের মুক্তাগাছা থেকে কিছুদূর ভ্যানে, আর বাকিটা অটোরিক্সায়। রাস্তার ডানে-বামে থেকে থেকে কয়েকটা করে বাড়ি-ঘর, এরপর বিশাল মাঠের সবুজ। প্রথমে চৌরঙ্গি মোড়, খামার বাজার পার হয়ে জয়বাংলা বাজার। তারপর অষ্টাধর বাজার, জামতলা বাজার পার হয়ে ইটাইল নতুন বাজারের কাছাকাছি জায়গায় রেল লাইনের পাশের কাশবনটাকে বড়োই মনে হয়েছিলো। তবে তারও চেয়ে অনেক বিশাল কাশবনের দেখা মিললো মাইনকার চরে, নদের ধারে। ওখান থেকে রাস্তায় ফিরে এরপর সোজা নরুন্দি বাজার।
.
নরুন্দি বাজারের একপাশে ব্রহ্মপুত্র, আরেক পাশে নরুন্দি রেলওয়ে স্টেশন। এখানে নদের ধারে, স্টেশনের আশপাশে প্রকৃতি অপূর্ব সব সাজে সেজে থাকে সারা বছর।