বৃষ্টির অর্কেস্ট্রা

কাজী শহীদ শওকত
Published : 23 Feb 2017, 01:39 AM
Updated : 23 Feb 2017, 01:39 AM

বছর দেড়েক আগের এক গরমের দিন হঠাৎ আকাশ কালো করে সকালবেলা এমন ঝুম বৃষ্টি নেমেছিলো। এমন বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হলেও বজ্রপাতের ভয়ে এখন অনেকেরই (আমারও) আর তা হয়ে ওঠে না। তাতে কী! রিয়াল(real) ছাড়াও ভার্চুয়াল(virtual), ডিজিটাল(digital), ওরাল(oral), অরাল(aural) এবং রেট্রোসপেক্টিভ (retrospective) উপায়ে  বৃষ্টিকে উপভোগ করা যায়। আর হ্যাঁ, বৃষ্টির কিন্তু অনেক ঔষধি গুণ আছে।

আমার এডিটিং এক্সপার্টিজ নেই। মাইক্রোসফ্‌টের মুভি মেইকার দিয়ে করা। ভিডিওতে যুক্ত গানটি আবিদা করিমের গাওয়া।