বসন্ত এক বেহিসেবি বাউলা ঋতুর নাম। ফুলের ফোঁটা, বৃষ্টির ফোঁটা, ঝড়ের ঝাপটা মিলিয়ে এক অসাধারণ সময়। হঠাৎ হঠাৎ বৃষ্টি নামে। এরপর রোদ। নতুন সবুজ স্নান শেষে গা ঝাড়া দিয়ে ওঠে; ঝকমক করে। শেষ কিছু শিমুল ফুল ঝরে পড়ে; গাছের নিচটা লালে ভরে ওঠে। পাখি ডাকে।
.
জানলার ওপাশে এই গাছটাতে এ সময় অনেক পাখি আসতো প্রতিদিনই (https://www.youtube.com/watch?v=x2Nc2DOUOBw)। এই গাছের ফলে ওদের ব্রেকফাস্ট হতো। এবার ব্যতিক্রম।
.
এখানে এখন এ্যপার্টম্যান্ট বানানোর জোর প্রস্তুতি চলছে। বিভিন্ন ডেসিবেলের ধাতব শব্দে সারাদিন, এমন কি গভীর রাতও মুখর থাকে। গাছটি নেই। পাখিও নেই। পাতায় পাতায় হৈচৈ নেই। আর আমারও আর নতুন শব্দে আপত্তি নেই।
নগরে কংক্রিট মিক্সার সুরের আধার। পাখির ছবি আর সুর তো রেকর্ড করাই আছে।
_______________
কাজী শহীদ শওকত
ময়মনসিংহ
_______________
ফটো ও ভিডিও গত বছরের
এখানে অন্য রকম বসন্ত এবার
ক্যাটেগরিঃ প্রকৃতি-পরিবেশ
নুরুন নাহার লিলিয়ান বলেছেনঃ
বেহিসাবি লেখক আরও একটু বড় করে লিখলে কি হতো।
কাজী শহীদ শওকত বলেছেনঃ
🙂 🙂
ফারদিন ফেরদৌস বলেছেনঃ
….
সাধু…!
আমি খুব ভালোবাসি এমন প্রকৃতি প্রেম!
প্রেমিকের জয় হোক!
কাজী শহীদ শওকত বলেছেনঃ
থ্যাংকু, ভাইডি। 🙂