ব্রহ্মপুত্রের ধারে মোহনচূড়ার লীলা

কাজী শহীদ শওকত
Published : 9 April 2017, 10:30 AM
Updated : 9 April 2017, 10:30 AM

এটি বাংলাদেশে বিরল। অনেকেই দেখেননি। আমিও প্রথম দেখলাম। এই তো সেদিন। জয়নুল আবেদীন পার্কের পাশেই যে নদটা বয়ে গেছে- ব্রহ্মপুত্র- সেটার ধারেই। কয়েকদিনের বৃষ্টিতে ধেই ধেই করে বেড়ে ওঠেছে সবুজ কিছু। ঝোপের মতো।

.

.

কথাসাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল) এর নাম দিয়েছেন 'মোহনচূড়া'

.

.

পাখিটির আরও দুটি নাম আছে।

.

.

পাখিটির আরও দুটি নাম আছে।

.

 .

.

অনেকেই এটিকে 'হুদহুদ' নামে চেনেন। কেউ কেউ বলেন 'কাঠকুড়ালি'। এর ইংরেজি নাম Hoopoe

.

এই নদের পাড় একটা সেনসিটিভ অংশে ভেঙে খানখান হয়ে পড়ে আছে। পাশে হুমকিতে আছে জয়নুল আবেদীন সংগ্রহশালা। পাউবো'র নাকি বরাদ্দ মিলছে না। তাই সংস্কারে বিলম্ব। নদ ভালো থাক, নদের ধার ভালো থাক। পাখি ভালো থাক, মানুষ ভালো থাক। ভালোয় ভালোয় সংস্কারের টাকাটা মিলিয়ে দিতেন যদি স্যারেরা! যত্ন নিয়ে মেরামতটা করে দিতেন যদি!