একুশের প্রথম কবিতা: কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি

কাজী শহীদ শওকত
Published : 17 Feb 2018, 03:29 AM
Updated : 17 Feb 2018, 03:29 AM

মাহবুব-উল আলম চৌধুরীর লেখা এই কবিতাটি আমাকে ভীষণভাবে আন্দোলিত করে। কবিতার দু'তিন জায়গায় 'পাকিস্তান' শব্দটি আছে। তখনকার সময়ে সেটি প্রাসঙ্গিক ছিল, যেহেতু বাংলাদেশ তখনও জন্মায়নি। তবে আবৃত্তির সময় ওই শব্দগুলোকে বাদ দেওয়া হয়েছে; শ্রুতি/বোধ বিভ্রাট এড়িয়েই।

ভাষার মাসে এই কবিতাটি অত্যন্ত প্রাসঙ্গিক বলেই পাঠকদের কানে উচ্চারণগুলো নিবেদনের আগ্রহ। ভালো লাগলে এ সাধ সার্থক। ভাষা শহীদদের প্রতি ভক্তি ও শ্রদ্ধা। বাংলা বাংলা বাংলা।

https://www.youtube.com/watch?v=PL2GXsxTxGw&t=29s