ময়মনসিংহের জয়নুল উদ্যান: নববর্ষের প্রথম প্রহরে

কাজী শহীদ শওকত
Published : 14 April 2018, 12:13 PM
Updated : 14 April 2018, 12:13 PM

সূর্য উঠে গড়িয়েছে কিছুটা। আকাশে বেশ মেঘ। ঘড়ির কাঁটা সাত ছোঁয়নি তখনও। উদ্যানের পথে মানুষের আনাগোনায় বৈশাখ; কী দারুণ ফুরফুরে বাতাস! নদের ধার ধুয়ে, গাছের পাতাসব নাচিয়ে এসে আছড়ে পড়ছে গায়ে। সাজুগুজু পথে এবং মাঠে, মোড়ে মোড়ে, গাছের গায়ে– আজ নতুন বছর শুরু। শুভ নববর্ষ ১৪২৫।

ময়মনসিংহের জয়নুল আবেদীন উদ্যান ও এর আশপাশ ঘিরে প্রতিবারের মত এবারও মেলা জমে ওঠার দৃশ্য সাতসকালে। এখানে দৈনিক জামাতের সাথে ব্যায়াম করা হয়। ব্যায়ামের শেষ আইটেমটি ভলান্টারি লাফটার। এই দৃশ্য সুন্দর। সুসজ্জিত শিশুরা এসেছে বাবা-মায়ের সাথে। আজ ছুটি। আজ উৎসব। আজ ওরা ঘুরবে, খেলনা কিনবে, র‍্যালি দেখবে।

পার্কে আজ সারাদিন হৈচৈ। সারাদিন আনন্দ, বাতাস। দোকান বসে গেছে উমেদ আলী মাঠে। রাস্তার দু'ধারেও। সবদিকে। মানুষের ভিড় বাড়ছে। আজ, কাল ও পরশু– তিনদিন প্রতিদিন মেলা চলবে।

নতুন বছর বয়ে আনুক অনেক অনেক সুন্দর;  প্রকৃতি ও জীবনে। আমরা সবাই যেন আরও ভাল থাকি।