আমার এই সুন্দর দেশটা কি কোন ভারতীয় ডাস্টবিন? দেশের জন্য ভালো এমন একটা পরিস্কার সিদ্ধান্ত কি সরকার নিতে পারে না?

ইব্রাহীম খলিল আল-আমিন
Published : 13 June 2012, 08:56 AM
Updated : 13 June 2012, 08:56 AM

অনেক কিছুইতো আছে বলার…কিইবা আর বলব??
আমাদের দেশটা আসলে কোথায় যাচ্ছে??
আজ শুধু একটা বিষয়ই বলি সেটা হল-
আতংকিত জনজীবন…
শুনলাম Indian Sahara Company নাকি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টাইটেল স্পন্সর হতে যাচ্ছে…!!!
ব্যাপারটা আর যাই হোক একজন খাঁটি বাংলাদেশী হিসেবে আমি মেনে নিতে পারছি না। আমার জাতীয় ক্রিকেট দলের টাইটেল স্পন্সর অন্য একটা নিমক-হারাম দেশ হতে যাবে ক্যান?? যারা আমার দেশের নিরপরাধ মানুষদেরকে সীমান্তে পাখির মত গুলি করে মারে, মেরে আবার কাঁটা তারে ঝুলিয়ে রাখে…ন্যায্য পানিটুকুনও ঠিকঠাকভাবে দেয় না…
আমাদের দেশে কি স্পন্সর কোম্পানির অভাব পরছে??
বাংলাদেশের প্রতি ভারতের আগ্রাসী মনোভাবের চিত্র তুলে ধরলে, জাফর ইকবালের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই রাজাকার।
ইসলামের কথা বললে আমরা হয়ে যাই জামাত- শিবির…কেন আমরা বাংলাদেশি হতে পারিনা ?
আসুন, আমরা সবাই মিলে এর তীব্র প্রতিবাদ জানাই।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন…
"অন্যায়ের কাছে নত নাহি কর শীর, ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর"।

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বলেছেন…
"মাতৃভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে, যে ডরে সে ভীরু"।

তবে কিসের ভয় তোমায় হে অদম্য বাংলার তারুণ্য। নয় আর দালালী, নয় কোন দলের অন্ধ গোলামী। সময় এখন তোমার। বাংলা মা এখন তোমার দিকে রয়েছে তাকিয়ে।এই দেশ আমাদের। রক্ষা করতে হবে আমাদেরকেই। জয় কিংবা তারেক… তাদের দেশের বাইরে অনেক ধন-সম্পদ আছে। আমাদের তো যাওয়ার জায়গা নেই এই দেশ ছেড়ে। ভুলিনি ফেলানির কথা। ভুলিনি সীমান্তে আমার রক্তাক্ত ভাইয়ের কথা। ভয়-হতাশা ছেড়ে এসো বদলে দিই আমার প্রানের প্রিয় মাতৃভূমি এই সবুজ বাংলাকে।
জয় বাংলা-বাংলাদেশ জিন্দাবাদ।