হ্যাঁ,আমি সাংবাদিক দম্পতি সাগর-রুনি’র একমাত্র সন্তান “মেঘ” এর কথাই বলছি।
মেঘ তোমাকে বলছি,“ভাই ,তুমি আমাদেরকে ক্ষমা করো,আমরা তোমার কাছে লজ্জিত…”
একজন সামান্য ব্লগার ও সচেতন নাগরিক হিসেবে সাংবাদিক দম্পতি সাগর-রুনি’র হত্যাকাণ্ড প্রসঙ্গে আজ কিছু কথা বলব। অন্তত হতভাগ্য মেঘের জন্য হলেও।
বেশি না মাত্র ৪মাস পার হয়ে গেলো এই নির্মম হত্যাকাণ্ডের বয়স…!!!
বাবা-মাকে ছাড়া এবারই প্রথম জন্মদিন পালন করছে মেঘ।
অনুষ্ঠানে কেক আছে,শুভাকাঙ্খিরাও আছে কেবল নেই প্রিয় মা-বাবা।
এটা যে কতটা নির্মম ও পীড়াদায়ক তা বলার অপেক্ষা রাখে না… প্রেসক্লাবের রাস্তায় নেমে অনশন পর্যন্ত করেছে এই মেঘ শুধু তার প্রিয় বাবা-মায়ের হত্যাকারীদের বিচারের আওতায় আনার জন্য। বিনিময়ে কিছুই পায়নি সে।
মেঘ তোমাকে বলছি, “আমরা তোমার মা-বাবার হত্যাকারীদেরকে শাস্তি দিতে পারি নাই, এই রাষ্ট্রযন্ত্র,এই প্রশাসন,এই সরকার সবাই পুরোপুরি ব্যর্থ।তুমি আমাদেরকে ক্ষমা করো…জানি সেটা মন থেকে কখনোই তুমি করবে না…তারপরেও বলছি আমরা জাতি হিসেবে তোমার কাছে লজ্জিত…”
আমরা জানি ৪৮ ঘণ্টার সেই লোক দেখানো আল্টিমেটাম কখনোই শেষ হবে না, পূরণ হবে না সেই মূল্যহীন প্রতিশ্রুতি যেটা তোমাকে দেয়া হয়েছিলো…
তাই সর্বশক্তিমান স্রষ্টার কাছে আবেদন,
“হে আল্লাহ এই মেঘকে মা-বাবা হারানোর কষ্ট সহ্য করার মত শক্তি দাও। হয়তো আজ ওর পাশে দাঁড়াবার কেউ নাই…তুমি তো আছো,তুমিই এই এতিমের সহায় থাকো…
আমিন।
মেঘে ঢাকা দিনে ‘মেঘ’এর শুভ জন্মদিন ছিল আজ
ক্যাটেগরিঃ নাগরিক আলাপ
আলোর সন্ধানে বলেছেনঃ
আমাদের পুরো জাতীকেই বইতে হবে এই না পারার অভিযোগ। ধন্যবাদ।
ইব্রাহীম খলিল আল-আমিন বলেছেনঃ
জি, দাদা। সহমত প্রকাশ করার জন্য ধন্যবাদ।
ইদুল বলেছেনঃ
জাতি শুধু দিয়ে যাবে । বিনিময় শুধু ধিক্কার।
ভাষা অান্দলন হবে জাতি দেত্ত, স্বাধিনতার যুদ্ধ জাতির দিতে হবে, জাতি শুধু দিয়ে যাবে, বিনিময়ে – পৃথিবীতে সমস্ত জাতির ২টি হাত। বাংগ্গালীর ৩টি। ডান, বাম, অজুহাত। একিট ট্রেনিং প্রোগ্রাম থেকে শেখা। ধিক্কার । এর থেকে পরিত্রান পেতে জাতি নিবে পদক্ষেপ তাইতো অামরা প্রতি ৫ বছর পর পর ১/১১ এর জন্য অপেক্ষা করি।
ইব্রাহীম খলিল আল-আমিন বলেছেনঃ
ভাই, আপনি যথার্থই বলেছেন..। আমাদের তিনটি হাত। একটি অতিরিক্ত হাত কেটে ফেলে দিতে হবে.. যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়… অনেক অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।