সাকিবের মূল্য তিন কোটি টাকা

এস এ খান
Published : 9 Jan 2011, 11:20 AM
Updated : 9 Jan 2011, 11:20 AM

বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার পরেও আইপিএলের গত তিন আসরে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের দিকে আগ্রহ ছিল না কারও। কিন্তু এবার আইপিএলের নিলামে সাকিবকে নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যায় কলকাতা নাইট রাইডারস (কেকেআর) ও নবাগত দল পুনে ওয়ারিয়র্সের মধ্যে। শেষ পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার ডলারে সাকিবকে কিনে নিয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। যার মূল্য বাংলাদেশের মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা। এর আগে আইপিএলে দ্বিতীয় আসরে মাশরাফিরও মূল্য ছিল ৩ কোটি টাকা। দুই পক্ষের লড়াইয়ে বেস প্রাইস ২ লাখ ডলার থেকে সাকিবের দাম নাইট রাইডার্স ৪ লাখ ২৫ হাজার ডলার তুললে হার মানে পুনে। আইপিএলে যখন নিলাম চলছিল, তখন সাকিব বোটানি গার্ডেনে একটি পণ্যের বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিচ্ছিলেন। শুটিংয়ের ফাঁকে তিনি জানালেন, আইপিএলের ঘটনায় তিনি খুশি। কিন্তু এ মুহূর্তে তার একমাত্র ভাবনা বিশ্বকাপ। তারপরে আইপিএল নিয়ে ভাববো। তিনি আশা রাখেন আইপিএলে নিজের সেরা খেলাটা দেখাতে পারবেন।


এদিকে গতকাল নিলামের প্রথম দিনে সাকিবের আগে সর্বোচ্চ মূল্যে গৌতম গম্ভীরকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তার দাম উঠেছে ২৪ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ১৭ কোটি টাকা। গম্ভীরের পর অলরাউন্ডার ইউসুফ পাঠানকে ২.১ মিলিয়নে কিনে নেয় তারা। রবিন উথাপানাকে ২.১ মিলিয়নে পুনে, রোহিত শর্মাকে ২ মিলিয়নে মুম্বাই ইন্ডিয়ান্স, ইরফান পাঠানকে ১.৯ মিলিয়নে দিলি্ল ডেয়ারডেভিলস, যুবরাজ সিংকে ১.৮ মিলিয়নে পুনে, সৌরভ তিওয়ারিকে ১.৬ মিলিয়নে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মাহেলা জয়াবর্ধনেকে ১.৫ মিলিয়নে নবাগত কোচি, ডেভিড হাসিকে ১.৪ মিলিয়নে কিংস ইলেভেন পাঞ্জাব এবং ডেল স্টেইনকে ১.২ মিলিয়ন ডলার খরচে নিজেদের করে নিয়েছে ডেকান চার্জার্স। ১.১ মিলিয়নে এবি ডি ভিলিয়ার্সকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, জ্যাক ক্যালিসকে কেকেআর, মুত্তিয়া মুরালিধরনকে কোচি, ক্যামেরন হোয়াইটকে ডেকান চার্জার্স ও ১ মিলিয়ন ডলারে রস টেলরকে কিনে নেয় রাজস্থান রয়্যালস। ৯ লাখ ৫০ হাজার ডলারে জোয়ান বোথাকে রাজস্থান রয়্যালস, একই দামে পুনে অ্যাঞ্জেলো ম্যাথুসকে, রবীন্দ্র জাদেজাকে কোচি, দিনেশ কার্তিককে ৯ লাখ ডলারে কিংস ইলেভেন পাঞ্জাব, সমান মূল্যে শ্রীশান্তকে কোচি, জহির খানকে রয়্যাল চ্যালেঞ্জার্স ও অ্যাডাম গিলক্রিস্টকে দলে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। ৮ লাখ ৫০ হাজার ডলারে অ্যান্ড্র সাইমন্ডসকে মুম্বাই ইন্ডিয়ান্স, ৮ লাখ ডলারে অভিষেক নায়ারকে পাঞ্জাব, ৭ লাখ ৫০ হাজারে ডেভিড ওয়ার্নারকে দিলি্ল ডেয়ারডেভিলস, ৭ লাখ ডলারে কুমার সাঙ্গাকারাকে ডেকান চার্জার্স, তিলকারত্নে দিলশানকে ৬ লাখ ৫০ হাজার ডলারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, একই দামে কেভিন পিটারসনকে ডেকান চার্জার্স, ৫ লাখ ৫০ হাজার ডলারে ড্যানিয়েল ভেট্টরিকে বেঙ্গালুরু, ৫ লাখ ডলারে রাহুল দ্রাবিড়কে রাজস্থান, সমান দামে গ্রায়েম স্মিথকে পুনে ও আরপি সিংকে কিনেছে কোচি। ৪ লাখ ৭৫ হাজার ডলারে ব্রেন্ডন ম্যাককুলামকে কোচি, ৪ লাখ ২৫ হাজার ডলারে মাইকেল হাসিকে চেন্নাই, ৪ লাখ ডলারে ভিভিএস লক্ষ্মণকে কোচি, সমান দামে স্টুয়ার্ট ব্রোডকে পাঞ্জাব, ৩ লাখ ৫০ হাজার ডলারে জেমস হোপসকে দিলি্ল এবং ব্রাড হাডিনকে ৩ লাখ ২৫ হাজার দিয়ে দলে নিয়েছে কেকেআর। শেখর ধাওয়ান ও জেপি ডুমিনিকে ৩ লাখ ডলারে ডেকান, ২ লাখ ৭০ হাজার ডলারে নামান ওঝাকে দিলি্ল ডেয়ারডেভিলস, সমান মূল্যে টিম পাইনকে কোচি, ২ লাখ ডলারে ডোয়াইন ব্রাভোকে চেন্নাই, একই দামে স্টিভেন স্মিথকে কোচি, ১ লাখ ৯০ হাজার ডলারে ডাবি জ্যাকবসকে মুম্বাই ইন্ডিয়ান্স, ১ লাখ ডলারে ঋদ্ধিমান সাহকে চেন্নাই ও একই দামে জেমস ফ্রাঙ্কিলিনকে কিনে নেয় মুম্বাই। এখনো পর্যন্ত অবিক্রীত আছেন ব্রায়ান লারা, সৌরভ গাঙ্গুলি, মার্ক বাউচার, তামিম ইকবাল, হার্সেল গিবস, জেসি রাইডার ও ক্রিস গেইল।

আজ বেঙ্গালুরুতে দ্বিতীয় দিনের নিলাম হবে।