রাস্তায় ধান মাড়াই, ভোগান্তিতে যাত্রী-যান

মোঃ আব্দুল মোমেন
Published : 23 June 2018, 03:45 PM
Updated : 23 June 2018, 03:45 PM

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় প্রাকৃতিক কয়লাখনি থেকে প্রতিদিন কয়লা উত্তোলন করা হয়। আর উত্তোলিত কয়লা দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়ার জন্য  সৈয়দপুর থেকে পার্বতীপুর, ফুলবাড়ি হয়ে বিরামপুর চলে যাওয়া হাইওয়েটি ব্যবহার করা হয়।

বড়  ট্রাক, ভারী যানবাহন চলাচলের জন্য এই হাইওয়ে  নির্মাণের ফলে যাতায়াত ব্যবস্থার সুবিধা হয়েছে অনেক। কিন্তু স্থানীয়রা এই রাস্তায় ধান মাড়াই, ধান ও ধানের খড় শুকাতে রাস্তাটির অর্ধেকেরও বেশি দখল করে রাখে। বিশেষ করে সৈয়দপুর পার হয়ে কয়লাখনির আগ পর্যন্ত রাস্তাটিতে এই দৃশ্য চোখে পড়বে।

সাধারণ মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে এভাবে রাস্তা দখল করা হলেও কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসন থেকেও। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।

রাস্তাটি দখল করার ফলে শুধু দুর্ঘটনাই ঘটছে না, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা রাস্তাটির দুই ধার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।

এলাকার ভুক্তভোগী ও সচেতন মানুষদের মতে, রাস্তাটি দখল মুক্ত করে সাধারণ মানুষ ও যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের।