মানুষের সহজাত ও মৌলিক প্রবৃত্তি ও মনোবৃত্তিই হলো নিয়ম

এহছান খান
Published : 25 Oct 2015, 05:19 AM
Updated : 25 Oct 2015, 05:19 AM

মানুষের সহজাত ও মৌলিক প্রবৃত্তি ও মনোবৃত্তিই হলো নিয়ম। নিয়ম মেনে চলা বা রক্ষা করা থেকেই নীতি, মূলনীতি বা প্রণালী। নিয়মের মূলতত্ত্ব ও উপাদানই হলো নীতি। নীতির প্রতি মূল্যায়ন, সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন থেকেই আসে নীতিবোধ ও আদর্শিক গুণাবলি। আর এই নীতিবোধ থেকেই নৈতিকতা। মানে নিয়ম থেকে নীতি, আর নীতি থেকে নৈতিক। নৈতিকতা হলো নীতিবোধ ও গুণাবলির দর্শন বা জীবন দর্শন। জীবনকে সুপথে সুকাজে এগিয়ে নিয়ে যাবার বৈশল্যকরণী। নীতি-নৈতিকতা মূলত একটি প্রশিক্ষণ। এটা শেখার জন্য ব্যবস্থা, অনুশীলন ও চর্চার প্রয়োজন জরুরি। মানুষের জীবনের সততা, মহানুভবতা, উদারতা, ন্যায়পরায়ণতা, সভ্যতা, সাধুতা, অখন্ডতা, একত্রতা, পূর্ণতা সর্বোপরি সচ্ছতা, জবাবদিহিতা চরিত্র মহত্ত্ব ও আদর্শিক গুণাবলির সংমিশ্রিত আত্মশুদ্ধির স্বর্ণফসল হলো নৈতিকতা। জীবন চেতনার প্রথম সূর্যসিঁড়ি হ'ল নৈতিকতা। নৈতিকতা মানুষের জীবনের স্বচ্ছতার দিগন্তবিস্তারী প্লাবন ডেকে এনে দেয়। তাই মানুষের বিবেক ও মূল্যবোধের জাগরণকেই নৈতিকতা বলা হয়। নৈতিকতা আত্মার অস্তিত্বের ও আত্মোপলব্ধির ক্ষেত্রে নিবেদিত ।