কতটুকু সম্ভব?

এহছান খান
Published : 23 Oct 2015, 03:27 PM
Updated : 23 Oct 2015, 03:27 PM

কতটুকু সম্ভব

এগার বছর ধরে একটি প্রতিষ্ঠান চালাচ্ছি। ৩টি কম্পিউটার নিয়ে ছোাট পরিসরে শুরু করেছিলাম। ছাত্র থাকা অবস্থায় শুরু করে আজও ধরে রেখেছি। ভোগবাদী সমাজব্যবস্থায় সামাজিক পরিমন্ডলে অনেক টিটকারি হজম করে সাংবাদিকতার পাশাপাশি একা হাতে শ্রম দেবার পাশাপাশি এখন যোগ হয়েছে সহধর্মিনীর শ্রমও। প্রতিষ্ঠার শুরু থেকেই প্রতিবন্ধীদের ফ্রি প্রশিক্ষণ দেওয়া হত। এ পর্যন্ত ৪৬০ জন প্রতিবন্ধীকে সম্পূর্ন বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেছি আমরা। হানিফ সংকেতের ইত্যাদি কয়েক দফা প্রস্তাব দিয়েছে আমার প্রতিষ্ঠানের কার্য্যক্রম প্রচারের। আমি প্রচার চাইনি কখনো তাই ফিরিয়ে দিয়েছি। আজ দুটি ছেলে এসেছে, হাতে একটি দরখাস্ত; ফ্রি প্রশিক্ষনের পাশাপাশি তাদের যাতায়াত ভাড়ার ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে। এতে অবাক হইনি। অবাক হয়েছি সে দরখাস্তে সুপারিশ করেছেন একটি জাতীয় সংস্থার প্রধান। সুপারিশকারী খুব ভালোভাবেই জানেন যে আমি কারো সাহায্য সহযোগিতা ছাড়াই নিজ উদ্যোগে প্রতিবন্ধীদের ফ্রি প্রশিক্ষণ দেই।

https://www.facebook.com/ahshan83/posts/10207887299570278?__mref=message_bubble