সীমান্ত খোকন
Published : 11 Dec 2016, 09:37 AM
Updated : 11 Dec 2016, 09:37 AM

ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে পূর্বে ৬ কিলোমিটার হাওর পেরিয়ে মনিপুর-দত্তখলা গ্রাম। যেখানে সভ্যতার যুগেও অসভ্য অবস্থা। বলা চলে এই গ্রামগুলো অনেকটা পরে রয়েছে এই যুগের আদিম যুগে। সেখানকার মানুষ অন্যরকম জীবন-যাপন করে। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা,বাল্যবিবাহ ও কর্মসংস্থানসহ নানা সমস্যায় জর্জরিত এখানকার জনজীবন। এবিষয়ে ডেইলি অবজারভারের পক্ষ থেকে অনুসন্ধ্যান করতে গিয়েছিলাম সেখানে। দেখলাম ও শুনলাম তাদের দুঃখ দুর্দশার জীবনের কথা। তারা জানিয়েছে, যদি সেখানকার জনপ্রতিনিধিরা তাদের প্রতি সু-নজর দিতো তাহলে স্বাভাবিক জীবন-যাপন করতে পারতো তারা।