দারিদ্র্যতার সমীকরণ

সাকিব আশরাফ
Published : 2 Jan 2015, 06:18 PM
Updated : 2 Jan 2015, 06:18 PM

দারিদ্র‍তা= এফ(অন্ন) এফ(বস্ত্র) ধরে লিমিট জিরো টু ইনফিনিটি করে দিয়ে দেখো দারিদ্র‍তার ইকুয়েশন মেলাতে পারো কিনা।

অতিভুজে দারিদ্র‍তা,লম্বে ও ভূমিতে পাপ নিয়ে দেখ, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে দারিদ্র‍তা=পাপ প্রমাণ করতে পারো কিনা।

দারিদ্র‍তা মুলবিন্দু ধরে গ্রাফ কাগজে অন্ন,বস্ত্র বিন্দুগুলো স্থাপন করে দেখো দারিদ্র‍তার লেখচিত্র অঙ্কন করতে পারো কিনা।

সম্পাদ্যে দারিদ্র‍তা নামক বিন্দু থেকে সরলরেখা,বক্ররেখা,বৃত্ত এঁকে দেখো দারিদ্র‍তার সীমা রেখা টানতে পারো কিনা।

অন্ন,বস্ত্র মুল নিয়ে দ্বিঘাত;সাথে বাসস্থান নিয়ে দেখো দারিদ্র‍তার ত্রিঘাত সমীকরন নির্নয় করতে পারো কিনা।

পারছোনা? হায়ার ম্যাথেমেটিক্সে নব্বই পেয়েও দারিদ্র‍তার গানিতিক বিশ্লেষন করতে পারছোনা? অথচ ওরা প্রতিদিনই মিলায় এসব সমীকরন।

পারবেনা জানতাম, যদি পারতে তো কথায় কথায় তোমার ফেইসবুক ওয়ালে অমন মন খারাপ বলে স্ট্যাটাস দিতেনা।

তুমিতো শীততাপ নিয়ন্ত্রিত ঘরে কফির মগে চুমুক দিয়ে ল্যাপটপের সামনে বসে দুঃখ দুঃখ বলে ডাক পাড়ছো।

আর দেখেছো?ওরা রাস্তার ধারে থেকে কুড়িয়ে পাওয়া খাবার আর ছেঁড়া পোশাক,এসব ইলিমেন্ট দিয়ে বেশ সুখেই দারিদ্র‍তার ইকুয়েশন মেলাচ্ছে দিনশেষে।

কেবল একটা দিন দারিদ্র‍তার ইকুয়েশন মিলাও, তারপর বুকে হাত দিয়ে বলতো মন খারাপের ঝনঝনানিযুক্ত স্ট্যাটাস দেবে আর?