পরাজয়ের কষ্ট বুকে নিয়েও নিঃস্বার্থ ভালবাসা পাওয়া দুর্লভ

কামরুজ্জামান সোহেল
Published : 20 March 2015, 03:08 PM
Updated : 20 March 2015, 03:08 PM

ছবি ক্যাপশন: Bangladesh’s Taskin Ahmed, right, celebrates with his teammate Mashrafe Mortaza after taking the wicket of India's Ajinkya Rahane during their Cricket World Cup quarterfinal match in Melbourne, Australia, Thursday, March 19, 2015. (AP Photo/Andy Brownbill) Image Source: http://www.espncricinfo.com/

আমি সাধারণত কোনো ব্যক্তি, গোষ্ঠী, জাতি বা দেশ কে সরাসরি আক্রমণ করে কিছু লিখিনা আর লিখতে পছন্দও করিনা | কিন্তু আজকে ভারত এবং বাংলাদেশ এর ক্রিকেট ম্যাচ দেখে কিছু কথা না বলে পারছি না | খেলাতে জয় পরাজয় থাকবেই কিন্তু এভাবে জয়ের থেকে পরাজয়ের কষ্ট বুকে নিয়ে অস্রুশজল চোখে সবার নিঃস্বার্থ ভালবাসা পাওয়া দুর্লভ এবং শুঁখের | আমরা গর্বিত আমারা ছলচাতুরী করে জিতিনি আমরা মাথা উঁচু করে লড়েছি | আজকে বাংলাদেশ এর জয় নিশ্চিত জেনেই অনেক আগে থেকেই চলছিলো ছলচাতুরী | ভেনু পরিবর্তন আর পিচ নিয়ে কাহিনী শুরু | ভারত সারাজীবন ICC কে মনে করে বাপ দাদার সম্পত্তি তাই কোনো দল যখনই খুব ভালো খেলে তখনই এদের পেট গরম হতে শুরু করে | শুধু ICC কেনো ? ওরা পারলে এই গোটা পৃথিবীটাকেই বাপের সম্পত্তি মনে করতো |

আজকে ভারত এবং বাংলাদেশ এর ক্রিকেট ম্যাচে বাংলদেশ এর সাথে যেটা হলো সেটা দেখে আমি মোটেও অবাক হয়নি কারণ এটা ICC এর সাজানো নাটক ছাড়া আর কিছুই ছিল না | ICC বিড়াল তুল্য একটা কাজ করলো | এ যেন বাঘের গর্জন শুনে কিছু কুকুর লেলিয়ে দিয়ে ঘেউ ঘেউ করে বাঘ তাড়িয়ে বাঘের হাত থেকে বাচার চেষ্টা | আজকেও তার ব্যাতিক্রম হয়নি | কিছু পণ্ডিত বিজ্ঞজন দেখলাম খেলা দেখে বাংলাদেশ এর খেলোয়াড় দের দুর্বলতা, বোলারদের দুর্বলতা তুলে ধারার চেষ্টা করছেন | তাদের ভাবটা এমন যে ভারত এইটা করলো, ICC এইটা করলো এইটা বললে জাত চলে যাবে | আরে বাবা আম্পায়ার যদি নো বোল না বলত ম্যাচ কোথায় যেতো?

আম্পায়ার যদি LBW দিতো ম্যাচ কোথায় যেতো ? ২৫০ এর মধ্যে নিশ্চিত আটকা পড়ত ভারত | আর তাই হলে মনোবল হারিয়ে বাংলাদেশ আজকে যেটুকু খেলছে তাতেই বোঝা যায় যে বাঘের থাবা থেকে আজকে ভারতের নিস্তার ছিল না | আজ বাংলাদেশ কে কোনো এক কুচক্রীর পরিকল্পনায় চক্রান্ত করে হারানো হয়েছে এটা মোটা মুটি পরিষ্কার | আমার দেশ আজকে অনেক ভালো খেলেছে | আমার পরাজিত হয়েছি কেন সেটা সারা দুনিয়া দেখেছে | আজকে টস এ পয়সার এ পিঠে লেখাছিল বাংলদেশ হারবে ওপিঠেও লেখাছিল বাংলদেশ হারবে। তাই যতই মওকা মওকা করো কোনো লাভ নাই | ব্যাপারটা এমন যে "যতই মাথা চুলকাও তোমার রাজা বাঁচাতে পারবে না" | ভারত এবং ICC মিলে আজকে ক্রিকেটকে ধর্ষণ করলো আর সারা দুনিয়া চেয়ে চেয়ে দেখলো|

অনেকেই বলতে পারেন আম্পায়ার ভুল করেছে ICC বা ভারতকে দোষারোপ কেন? মানুষ এতো বোকা না বস | চোখের সামনে সাগর চুরি হচ্ছে আর আপনি বসে বসে দেখছেন এবং সেটাকে সমর্থন দিচ্ছেন তারপরও দায় কাঁধে নিবেন না উল্টা সাফাই গাইবেন সেটা কি হয় |নতুন করে মানুষকে চেনানোর দরকার কি যে কোনটা কোমর, কোনটা হাঁটু আর কোনটা মাঠের সীমানা | এখানেই শেষ নয় জনাব আমরাও মনে রাখবো | এরকম নির্লজ্জ পক্ষপাতিত্ব করে নিজের মুখে চুনকালি লাগানোর কোনো দরকার ছিল না | কি দরকার খেলাধুলা করে, নাটক করে কাপ টা দেবার | যাকে পছন্দ হয় তাকে দিয়ে দিলেই তো হয় |

বিঃ দ্রঃ আমার এই লেখা শুধু মাত্র ক্রিকেট কে কেন্দ্র করে | দয়া করে কেউ এই লেখাটি কে ক্রিকেট এর বাইরে নেবার চেষ্টা করবেন না | দয়া করে কেউ আমার এই লেখাটি নিয়ে দালালি করতে যাবেন না | না এপারের না ওপারের কেউই না | আর দয়া করে কেও এইলেখার সাথে ১৯৭১ টেনে আনবেন না | তেনা পেঁচাবেন না বস | আমরা জাঁতি হিসাবে অকৃতজ্ঞ না | আমরা অকৃতজ্ঞ না এই সুযোগে আমাদের স্বার্থে আঘাত করবেন, নির্বিচারে ফেলানিদের গুলী করে মারবেন আর আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নাচবো অতোটা নির্বোধ জাঁতি আমরা না | আর পাক ফাঁক যারা আছেন তারা এতো আনন্দিত হবেন না | ভারত সমালোচনা করছি বলে পাক ফাঁক প্রেম করার কিন্তু কোনো কারণ বা সুযোগ নাই | কিছু বাংলাদেশী আছে যারা বাংলাদেশ ভারত খেলা হলেও ভারত সাপোর্ট করে আবার বাংলাদেশ পাকিস্তান খেলা হলেও পাকিস্তান সাপোর্ট করে | এদেশে এখনো এমনও কিছু কুলাঙ্গার আছে  যারা বাংলাদেশ পাকিস্তান ম্যাচ এ পাকিস্তান হেরে গেলে মনের দুঃখে দোকান পাট খোলে না এক মাস | তাদের কে বলছি দয়া করে পোস্ট টা এড়িয়ে যাবেন |