সুকান্ত’দা ও সেলুকাস এর কথামালা

কলকে বাবা
Published : 10 Dec 2012, 01:15 PM
Updated : 10 Dec 2012, 01:15 PM

গতকাল সুকান্ত দাদার একটা ব্লগ (http://blog.bdnews24.com/SukantaKS/137758) পড়ে মনে হল এই লেখায় একটা কমেন্ট না করলে লেখাটার অপমান করা হবে। তাই লিখেছিলাম "সত্যি সেলুকাস, কী বিচিত্র এই দেশ"। এই কমেন্ট পড়ে দাদা বলল, এইবার কমেন্ট না লিখে কিছু একটা লিখে ফেলেন। কী লিখব এখনো বুঝতে পারছি না, লেখালেখির অভ্যাস একদম নাই। তাও বসলাম, দেখি কিছু লিখতে পারি কিনা।!

সুকান্ত দাদা আসলে সেদিন সেলুকাস কে কী বলেছিল? দেখি বের করতে পারি কিনা…।

এই দেশে এসে কোনভাবেই আশ্চর্য হআ যাবে না।
এই দেশে একটাই তন্ত্র যার নাম হচ্ছে গণতন্ত্র (সব ক্ষমতা সরকারের ও বিরোধী দলের হাতে …!!!)
এখানে সাধারণ জনগণের জীবনের কোনও মূল্য নাই।
সরকার উত্তর মেরু আর বিরোধী দল দক্ষিণ মেরু (কোনদিন এক করা সম্ভব না)
যত তাড়াতাড়ি সম্ভব এই দেশ ছেড়ে ভাগেন.। 🙂

সুকান্ত দা, আমি জানি না আপনে ওগুলো বলেছিলেন কিনা, কিন্তু সেলুকাস ঠিকই আপনাকে বলেছিল, "সত্যি দাদা, বড়ই বিচিত্র আপনের এই দেশ"

সবাইকে শুভেচ্ছা 🙂