রাজনীতি ও একজন পথচারী

কলকে বাবা
Published : 11 Dec 2012, 06:04 AM
Updated : 11 Dec 2012, 06:04 AM

আমি লেখক নই, নই কোনো কবি। কিন্তু আজকে খুব লিখতে ইছে হচ্ছে, বিশ্বজিত এর ঘটনা তে আর সবার মত আমিও খুবই মর্মাহত। আমাদের দেশে কি হচ্ছে এইসব? এর শেষ কই? আমরা জানি না। কিন্তু আজ জানতে ইছে হচ্ছে। কেউ কি জানেন?

বিশ্বজিত এর অপরাধ কি ছিল, আমরা জানতে চাই। আমরা জানতে চাই আজ কেন তাকে এভাবে জীবন দিতে হবে? এর দায় ভার কে নেবে? সরকার, বিরোধী দল, না আমরা সাধারণ জনগণ? আমরা বিশ্বজিত এর খুনিদের বিচার চাই, চাই প্রকাশ্যে এদের ফাসি হোক। কেউ কি আছেন আমার এই ইচ্ছা টাকে পূরণ করার?

সরকার আর বিরোধী দলের বিরোধ কি সংসদে বসে আপোষ করা যায় না? রাজপথে কেন নামতে হবে? সংসদ ভবন কি শুধুই একটা ভবন? এখানে এমপি রা কি পিকনিক করতে আসেন? এর জবাব আমরা চাই। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার।

আমিও বিশ্বজিত দাস এর মত একজন পথযাত্রী। আজ যেভাবেই হোক হরতালে অফিস আসতে পেরেছি, কিন্তু আগামী কাল যদি আবার হরতাল হয়? আমি কি পারব আসতে? কেউ কি এর নিশ্চয়তা দিতে পারবে?

আমাদের মত পথচারীদের জীবনের কোনো নিশ্চয়তা নেই, যেদিন হবে সেদিন ধরে নেব বিশ্বজিত এর হত্যার বিচার শুরু হয়েছে।