আলোকদি গ্রামের মাটিতেই ফাঁসি হলো কসাই মোল্লার

কলকে বাবা
Published : 8 Feb 2013, 06:07 PM
Updated : 8 Feb 2013, 06:07 PM

শুক্রবার, ফেব্রুয়ারি ৮, ২০১৩। সূর্য তখন পশ্চিম আকাশে মুখ লুকাচ্ছে। আলো আর আধারের অদ্ভূত এই পরিবেশে মোমবাতির আলোয় হঠাত আলোকিত হয়ে উঠলো আলোকদী গ্রাম। ওই গ্রামের মাটিতেই কুশপুত্তলিকা পুড়িয়ে ফাঁসি হয়ে গেল "কাদের মোল্লার"। ফাঁসি দিল সেই গ্রামেরই কিশোর আর কিশোরীরা। তাদের এই প্রচেষ্টা সফল করতে সাহায্য করলাম আমরা কযেকজন সাধারণ মানুষ যারা অন্য সবার মত ওই জানোয়ারের ফাঁসি চায়।

ওটা ছিল প্রথম ফাঁসি। একবার ফাঁসি তে দায় মুক্তি হবে না। আরো অনেকবার ওই কসাইকে ফাঁসি দিতে হবে। এটা মাত্র শুরু, যেতে হবে একদম শেষ কিনারায়…

গণ জাগরণ শুরু হয়ে গেছে, সাবধান রাজাকাররা, সাবধান যুদ্ধ অপরাধীরা, পালাতে পারবে না তোমরা কেউ…

থামাতে পারবে না আমাদের, আমরা আসছি, পুরো বাংলাদেশ আসছে…।

****
ফিচার ছবি: আইরিন সুলতানা