আন্দোলনের “বল” টি এখন কার কোর্টে?

কলকে বাবা
Published : 25 Feb 2013, 07:13 AM
Updated : 25 Feb 2013, 07:13 AM

শাহবাগ আন্দোলন নিয়ে দেশ এখনো উত্তাল। অনেকেই বলছে যে, এই আন্দোলন নিয়ে সরকারী, বিরোধী, বাম, এমনকি জামাত সহ সব দলই যে যার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে, হোক সেটা ভালো কি মন্দ। আমি নিশ্চিত এই আন্দোলন নিয়ে ভবিষ্যতে আরো অনেক কিছুই হবে এবং মনে প্রাণে আশা করছি, আম জনতা, তরুণ প্রজন্ম সহ সবাই, যারা রাজাকার, যুদ্ধাপরাধীদের ফাসির জন্য এই আন্দোলন করছে, একমাত্র তাদের এজেন্ডাই সফল হবে।

লেখাটি আমি বড় করব না, তবে একটা ব্যাপার কয়েকদিন ধরে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। রাজনীতির মার প্যাচ ভালো বুঝি না বলেই হয়তো ব্যাপারটা দিনে দিনে আরো ডালপালা গজাচ্ছে, আর এই ডালপালা গজানোর একমাত্র কারণ হচ্ছে ইদানিং অনেকের মুখ থেকেই শুনছি যে এই আন্দোলন নিয়ে রাজনীতি চলছে। কিন্তু এই আন্দোলনের শত ভাগ সমর্থনকারি হিসেবে আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে তাদের এই কথাটা সত্য। তাই আপনেদের কাছে আমার প্রশ্নটা হচ্ছে…

আন্দোলনের এই "বল" টি এখনও কি শাহবাগের প্রকৃত আন্দোলনকারীদের দখলেই আছে নাকি অন্য কারও কোর্টে অবস্থান করছে?