কেশবপুরের আওয়ামী লীগ

কবির হোসেন
Published : 9 Sept 2011, 06:18 PM
Updated : 9 Sept 2011, 06:18 PM

আজ ৯ সেপ্টেম্বর প্রয়াত শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এস এইচ কে সাদেক এর ৪র্থ মৃত্যু বার্ষিকী। এই দিনটি পালন উপলক্ষ্যে পারিবারিক ভাবে ও দলীয় ভাবে কর্মসুচী গ্রহন করা হয়। পাশাপাশি একইদিনে উপজেলা আওয়ামী লীগ কপোতাক্ষ খনন ও কপোতাক্ষ পাড়ের বানভাসী মানুষের ত্রাণের দাবিতে শহরে মানব বন্ধনের কর্মসূচী দেয়। জেলা প্রশাসকের উপস্থিতিতে স্থানীয় প্রেসক্লাবে দলের সাধারন সম্পাদক কর্মসূচির কথা জানিয়েও আসেন।

অথচ আজ তারা সেই মানব বন্ধন কর্মসূচি পালন করেনি ! অনেকে মন্তব্য করেছে, সাদেক সাহেবের মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানকে চাপা দিয়ে মানব বন্ধন কর্মসূচি তারা হাইলাইট করতে চেয়েছিল। হুইপ এবং দলের সভাপতি মানব বন্ধন কর্মসূচির সিদ্ধান নেন। পরে দলের ভেতর দ্বন্দ্ব কোলাহল এবং সরকারের বিরুদ্ধে সরকার দলীয় লোকের বিদ্রোহ হবে তাই কর্মসূচি বাতিল করা হয়েছে।
আমার কাছে বিষয়টি দলের দ্বন্দ্বই মনে হয়েছে। বরাবরই এখানে দলের ভেতর দ্বন্দ্ব লেগে রয়েছে। আর এর জন্য দিন দিন দলটির খেসারত কম দিতে হচ্ছে না।