কেউ আইন মানছে না!

কবির হোসেন
Published : 11 Sept 2011, 05:48 PM
Updated : 11 Sept 2011, 05:48 PM

যশোরের কেশবপুর হাসপাতাল গেটে আমার ফার্মেসির পাশে একটি ভূষিমালের আড়ত। নানা সময় সেখান থেকে পরিবেশ দূষিত করা হচ্ছে। বছরের পর বছর হাসপাতালের গায়ে এই আড়ত ধূলাবালি ছড়িয়ে দিচ্ছে রোগীসহ জনসাধারণের ফুসফুসে। ক্ষমতার দাপটে ওই আড়তদার সড়কের ওপর পাট শুকাতে দিচ্ছে, তা আটি বাঁধছে বিনা বাঁধায়। যারা এ্যাজমা রোগি তারা দম নিতে পারছেন না। রবিবার সকালে আড়তের সামনে সড়কের ওপর পাট আটি বাঁধতে থাকলে এলাকাবাসির অনুরোধে আমি একজন সংবাদ কর্মী বিধায় বিবেকের তাড়নায় তাদের এ কাজ থেকে বিরত থাকতে বলি। তারা আমার কথায় কর্ণপাত না করলে উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করি বিষয়টি দেখার জন্য। তিনি আশ্বাস দিলেন কিন্তু বিকেল পর্যন্ত কোন ব্যবস্থা নিলেন না ! এদিকে সন্ধ্যার আগে আড়তদার ব্যাংকার আব্দুস সামাদ বাড়ি ফিরে তেলে বেগুনে জ্বলে আমার দোকানে হামলা করে আমাকে গালিগালাজসহ মারপিট করতে চড়াও হলো ! রক্ষে দোকানের ভেতর ছিলাম এবং লোকজন ছিল ! যে কারনে মারের হাত থেকে রেহাই পেলাম।

***
কবির হোসেন
জনকণ্ঠ