অটোবির বিশাল বিশাল শো রুম দেখে তাদের একজন স্টাফকে জিজ্ঞেস করলাম, এত বড় শো রুম অনুযায়ী কি সেল হয়? সে বললো বিশাল কাহিনী। অটোবি রিসেন্টলি বিদ্যুত ব্যবসায় গিয়ে ধরা খেয়েছে। রেন্টাল দুটো বিদ্যুত প্লান্টের কাজ পেয়েছিল – যেখানে ইনভেস্টমেন্ট ১২ শো কোটি টাকা। ফার্নেস অয়েল এবং ডিজেল ভিত্তিক এই দুটো প্লান্টের জন্য কনসালটেন্ট হিসাবে তারা নিয়োগ দেয় আওয়ামী নেতা নুর আলম সিদ্দিকীর ডরিন কোম্পানিকে।
এই কোম্পানি নাকি অটোবিকে বাম্বো দিয়েছে। যে মেশিনারি সাপ্লাই দিয়েছে তা দুই নম্বরী এবং এর ইনস্টলমেন্টে সরকারের বরাদ্দকৃত সময়ের চেয়ে আরো দেড় বছর বেশী সময় খুইয়েছে। ফলে সরকারকে জরিমানা দিতে হয়েছে আরো একশ কোটি টাকা। অটোবির স্টাফদের ধারণা এটা অটোবিকে ধ্বংস করার জন্যই ষড়যন্ত্র করে করেছে। এখন বিদ্যুত কেন্দ্র চলছে কিন্তু লস প্রজেক্ট। মেইনটেনেন্সে দিতে হচ্ছে ভর্তুকি। যা যাচ্ছে ফার্নিচার সেক্টর থেকে।
অটোবির বিশাল বিশাল শো রুমগুলোর পরিকল্পনা ছিলো ফার্নিচারের বাইরেও আরো নানান নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আউটলেট হিসাবে তৈরী করার। কিন্তু এই বিদ্যুৎ ব্যবসা তাদের ডুবিয়েছে।
শাহরিয়ান আহমেদ বলেছেনঃ
কে কট খায়নি? এত বড় ধাক্কা খাওয়ার পরও তো অটবি বিদ্যুত্ সরবরাহ করে যাচ্ছে। এটা অটবি বলেই সম্ভব। অটবি ব্যবসায়িক সুনাম এবং সততা হল তাদের ব্রান্ড ভ্যালুর অন্যতম অর্জন। কয়েক কোটি টাকা এদিক সেদিক খাওয়ালে হয়তো জরিমানাই হতো না। সন্ত্রাসী রাজনীতিবিদ, তাদের পোলা পাইন, নাতি পুতি আর চেলা চামচারাই তো খাইল দেশটারে। দুর্নীতির বিষে একে একে দেশের সব কিছু ধ্বংস হইবো।
ধন্যবাদ ।
রাজু বলেছেনঃ
আচ্ছা, অটবি যদি এত সৎই হয় তবে দেশে এত এত ভাল কনসালটেন্ট থাকতে কেন “আওয়ামী নেতা নুর আলম সিদ্দিকীর ডরিন কোম্পানিকে” নিয়োগ দেওয়া হল ?? এই সব জিনিস এমনিতেই বোঝা যায়। বাঙ্গালীরা এখন আর সেই পরিমানের মূর্খ নেই যা যা ইচ্ছা তা বোঝাবেন।
সাহারা গ্রুপ যখন বাংলাদেশে আসে তখন অনেকেই সাধুবাদ জানিয়েছিল (আমিও)। কিন্তু যখন তারা শেখ সেলিমের পরিবারের কোম্পানির সাথে চুক্তি করল তখন আর বাঙ্গালীদের বুঝতে বাকি থাকল না যে কিছু একটা ঘাপলা এখানে আছে !! [এটা শুধুই একটা উদাহরন। এই উধারন সম্পর্কে কোন মন্তব্য না করার অনুরোধ করছি।]
অটবি কে আমি অনেক পছন্দ করতাম এবং করি কপম দামে (অন্যদের তুলনায়) বাঙ্গালীদের কাছে ভাল মানের ফার্নিচার পৌছে দেওয়ার জন্য। এবং তাদের অনুরোধ জানাবো যা করছেন তা’ই করতে থাকেন। অন্যায় করে কেউ কোনদিন শান্তি পায় নি, পাবেও না ইনশাআল্লাহ।
আহমদ সোহেল বলেছেনঃ
লোভে পাপ পাপে মৃত্যু অটবি এতো কামাচ্ছে তাতে পেট ভরছেনা গেলো কিনা রাতা রাতি হরিলুট করতে কুইক রেন্টালে ইনভেস্ট করতে ! কুইক রেন্টাল বাংলাদেশের জন্য এক সুদিুর প্রসারি ষড়োযন্ত্র ও ধোকা সেই ধোকায় পা দিয়েছে অটবি তাই ওদেরো ধিক্কার জানান উচিৎ । আলটিমেটলি জাতিকেই বাশ দিচ্ছে লুটেরারা।
jahedul বলেছেনঃ
যেমন কর্ম তেমন ফল। অতি লোভে তাঁতি নষ্ট। বেশী বাড় বাড়িওনা ঝড়ে পড়ে যাবে অতি ছোট থাকিওনা ছাগলে মুড়ে খাবে। লোভে পাপ পাপে মৃত্যু। প্রিয় দাদা অটবি, প্রবাদ গুলো পড়ুন এবং নিজেকে সংশোধন করুন।
shuvashis বলেছেনঃ
চায়না কোম্পানীকে ঠিকাদারী না দিলে বিশ্বব্যাঙ্ক বাংলাদেশকে ঋন দেয়না। ঠিক তেমনি আওয়ামী নেতার কোম্পানীকে কাজ না দিলে অটবি কুইক রেন্টাল প্রকল্পটি পেতো না। যাই হোক ব্যবসা মানে গিভ এন্ড টেক। তাই বলে ডোরিন এতবড় ধোকা দিলো? তারাতো শুধু অটবি নয়, দেশের বিদ্যুতের ক্ষতিও করেছে। শুধু এই প্রকল্পের জন্য অটবি আজ বাজারে দেনাদার। মানুষের অনেক কড়া কথা এবং হুমকিও তাদের নীরবে সহ্য করতে হচ্ছে। অথচ ডোরিন তার ফায়দা লুটে নিয়েছে। ডোরিন অটবীকে ধোঁকাতো দিয়েছেই, বিদ্যুৎ বিভাগ উলটো জরিমানা করেছে অটবীকে। এ যেনো “গোঁদের উপর বিষফোরা”।
নুরুন্নাহার শিরীন বলেছেনঃ
কৌশিক, অটবি আমার খুব ভালোলাগা প্রতিষ্ঠানের একটি, তার-ই এই দশায় পড়া অবস্থা অনাকাঙ্ক্ষিত … খুব অনাকাঙ্ক্ষিত …। ভালো থেকো, শুভেচ্ছা।