সাকিব ঢাকায় আইপিএলের ভিউয়ার কয়েকগুন বাড়িয়েছে

কৌশিক আহমেদ
Published : 22 April 2011, 04:31 PM
Updated : 22 April 2011, 04:31 PM

বিশ্বকাপ শেষ। টিকিট না পেয়ে খেলা দেখার আগ্রহ হারিয়েছিলাম। বিশ্বকাপ-ব্যবস্থাপনাকে গালি দিয়ে বোধহয় অভিশাপ লেগেছিলো। বাসায় বসে খেলা দেখার সুযোগও বেশীরভাগ দিন হারিয়েছি নানাবিধ জটিলতায়। টিভির শোরুমগুলোর সামনে উপচে পড়া ভিড় দেখে হতাশ হয়েছি। এমন সুযোগ লাইফ টাইমে খুব বেশীবার আসে না। নিজ দেশে বিশ্বকাপ, ঘরের পাশে স্টেডিয়াম…দুইদিন রাস্তায় দাড়িয়ে থেকে হলেও টিকিট সংগ্রহ করা উচিত ছিলো।

সেই বিশ্বকাপের মতই টিভি শোরুমগুলোর সামনে উপচে পড়া ভিড় দেখছি। বিশেষ করে যেদিন কলকাতা নাইট রাইডার্সের খেলা থাকে। এমন ভিড় গত আইপিএলে দেখি নাই। ক্রিকেটমোদী সব বয়সী মানুষই আইপিএল দেখছে পূর্ণমনযোগ দিয়ে। বাংলাদেশে আইপিএলের এই বিশাল সংখ্যক দর্শকের প্রধান কারণ বোঝা যায় সাকিবের অংশগ্রহণ। যেদিন সাকিবের খেলা নেই সেদিন শো-রুমগুলোর সামনে ফাকা, আমারও দেখার বিশেষ কোনো আগ্রহ থাকে না।

তবে টিটুয়েন্টি ফর্মেটে ক্রিকেটের টেস্ট কতটুকু অবশিষ্ট থাকে গবেষণার বিষয়। একে ক্রিকেট নাম না দিয়ে মাইক্রোক্রিকেট নাম দেয়া যেতে পারে।