শুধু রাজধানী তো দেশ নয়, সারা বাংলাদেশ যে অর্ধেক স্থবির!

কৌশিক আহমেদ
Published : 29 Jan 2015, 06:44 AM
Updated : 29 Jan 2015, 06:44 AM

ঢাকার নাগরিক জীবন আপাতদৃষ্টিতে ঠিকঠাক মনে হলেও বাংলাদেশের নাগরিক জীবন একদমই ঠিক নাই। সবার ভেতরে চেপে বসে আছে অবরোধ। এবং অনিশ্চয়তা। জীবন যাপন বিঘ্নিত হচ্ছে। দেশের বেশীরভাগ মানুষেরই। ব্যবসাও। কিন্তু আমরা ফেসবুক ব্লগের জনসাধারণ সব ঠিকঠাক বলে বিশ্বাস করি। কারণ এই কমিউনিটিতে সবচেয়ে বেশী প্রভাবশালী মতামত-প্রদর্শক গোষ্ঠীই হলো ছাত্র-ছাত্রী এবং চাকুরীজীবী, যাদের অর্থনৈতিক অবস্থায় বড় ধরণের হেরফের হয় না। অপেক্ষাকৃত নিরাপদ গোষ্ঠী এবং সবচেয়ে বাস্তবতা বিবর্জিত প্রাণী এরা যারা সারা দেশের মানুষ যে অর্ধেক বন্ধ রাস্তায় নিজের জীবন হাতে নিয়ে ঘুরছে তা কোনদিনও জানতে পারবে না।

রাজধানী বা রাষ্ট্রের কেন্দ্র বসবাস করার সবচেয়ে বড় অসুবিধা হলো জায়গাটিকে প্রশাসন সুরক্ষিত রাখার চেষ্টা করে। নিচ্ছিদ্র প্রহরা, মিডিয়ার চাতুর্যটা, স্ট্রেস-ফুল নগরবাসীর ব্যক্তিগত টান-পোড়েন, সংঘাত-সংঘর্ষের নৈমিত্তিক ছাপচিত্র থাকার ফলে রাজধানীর প্রতিটা দিন একই। এত বিশাল মানুষের জীবনযাপনের ব্যবস্থা করতে গিয়ে কোনো ধরণের দৈব অথবা মনুষ্য নির্মিত দুর্বিপাক ছাড়াই রাজধানী টালমাটাল থাকে – তার উপরে নতুন স্ট্রেস নেবার শক্তি থাকে না এর অধিবাসীদের। ফলে রাজধানী থাকে সমস্ত দেশ থেকে অগ্রসর এবং সেইসাথে বিচ্ছিন্ন। রাজধানীতে বসবাস করে চেনা যায় না ফলে বাংলাদেশকে। অসুবিধা এটাই।