একসময় ট্যাক্সি ক্যাব আমদানীর ব্যবসাকারী বর্তমানে বেকার এই কুলাঙ্গারের ছবি ১৪ ই জুনের পূর্বে প্রকাশিত হয়নি। প্রকাশ পায়নি হাজার হাজার মানুষের জীবনে দুর্ভোগ ডেকে আনা সাম্প্রতিক শেয়ার কেলেঙ্কারীতে রুমানার স্বামী নাম কুলাঙ্গারটির বড় অংকের মুনা…ফা লাভের কথা.. যেমন ভাবে প্রকাশ পায়নি কাকতালীয় ভাবে “হাসান সাঈদ” নামের বন্য জন্তুটি বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদের ভাতিজা
বিষয় টিকে দেখছি পলিটিক্যাল বানিয়ে ফেলেছেন। বন ও পরিবেশ মন্ত্রী ডঃ হাসান মাহমুদ বর্তমান যত গুলী মন্ত্রী আছেন তার মধ্যে সব চাইতে ভদ্র, নীতিবান, সৎ হিসাবে সুখ্যাতি রয়েছে।
কাজেই হাসান সাইদ নামের পাষণ্ড এর সাথে হাসান মাহমুদ এর নামটা জড়ানো রাজনীতিকরণ ছাড়া আর কিছুই নয়।
মন্তব্যটি ব্লগার মানবীর। তিনি দাবী করেছেন যে তার কাছে নির্ভরযোগ্য সূত্র রয়েছে। তিনি আরো বলেছেন,
আর এই পরিচয়ের সুবাদে পুলিশের খাতায় “নিখোঁজ” বা লাপাত্তা আসামী হয়ে সে প্রকাশ্যে হুমকী দিচ্ছে নির্যাতিতা রুমানা ও তাঁর পরিবারকে। নিজে যা দাঁতাল শূকর সে সম্পর্কে হাসান সাঈদের সন্দেহ নেই বিধায় এই নপুংসক ভেবেছিলো কামড়ে কামড়ে হত্যা করবে, অন্ধ করতে সক্ষম হলেও হত্যায় ব্যর্থ জন্তুটি এখন ক্ষমতাসীনের নিরাপত্তা হেফাজতে বসে গুলী করে অথবা এসিডে ঝলসে হত্যা করার হুমকী দিয়ে যাচ্ছে!!
কৌশিক আহমেদ বলেছেনঃ
সামহোয়ারইনব্লগে “রুমানা, এই যুদ্ধ আপনার একার নয়.. আমাদের সকলের..!!” নামে একটা পোস্ট দিয়েছেন মানবী। সেখানে তিনি লিখেছেন, ”
মোসাদ্দিক উজ্জ্বল বলেছেনঃ
বিষয় টিকে দেখছি পলিটিক্যাল বানিয়ে ফেলেছেন। বন ও পরিবেশ মন্ত্রী ডঃ হাসান মাহমুদ বর্তমান যত গুলী মন্ত্রী আছেন তার মধ্যে সব চাইতে ভদ্র, নীতিবান, সৎ হিসাবে সুখ্যাতি রয়েছে।
কাজেই হাসান সাইদ নামের পাষণ্ড এর সাথে হাসান মাহমুদ এর নামটা জড়ানো রাজনীতিকরণ ছাড়া আর কিছুই নয়।
কৌশিক আহমেদ বলেছেনঃ
মন্তব্যটি ব্লগার মানবীর। তিনি দাবী করেছেন যে তার কাছে নির্ভরযোগ্য সূত্র রয়েছে। তিনি আরো বলেছেন,
বিস্তারিত দেখতে পারেন এই লিংকে http://www.somewhereinblog.net/blog/manobiblog/29396528
ALIM বলেছেনঃ
হাসান সাইদ নাম পাষণ্ড