মনমোহন সিং এর সফর নিয়ে ব্লগারদের দূর্দান্ত কিছু পডকাস্ট

কৌশিক আহমেদ
Published : 7 Sept 2011, 03:29 PM
Updated : 7 Sept 2011, 03:29 PM

ব্লগাররা কেবল লিখেই তৃপ্ত নন। এখন তারা কথা বলতে শুরু করেছেন। সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সম্পর্ক, মনমোহন সিং এর বাংলাদেশ সফর, ট্রানজিট, তিস্তা চুক্তি বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন পডকাস্টে।

ব্লগার জামাল ভাস্কর প্রশ্ন তুলেছেন যে দেশের অবকাঠামো তার জনসংখ্যার চাপেই বিপর্যস্ত সেখানে বাড়তি পরিবহন কিভাবে সামলানো হবে। পডকাস্টটি শুনতে এখানে ক্লিক করতে পারেন।

ব্লগার একরামুল হক শামীম বলেছেন ট্রানজিট নিয়ে দরকষাকষি করা ঠিক হবে না। তিস্তার ন্যায্য হিস্যার সাথে ট্রানজিটকে গুলিয়ে ফেলতে নারাজ তিনি। পডকাস্ট শুনুন এখানে

ব্লগার গৌতম রায় তিস্তা চুক্তি না হওয়ায় দিল্লী ও কোলকাতার সম্পর্কের মধ্যে টানাপোড়েন আছে বলে সন্দেহ করছেন। তার পডকাস্টটি শুনতে চাইলে ক্লিক করুন এখানে

তিস্তা ওয়াটার শেয়ারিং চুক্তি না হবার পেছনে কি কি কারণ থাকতে পারে সেগুলি বিশ্লেষণ করেছেন প্রখ্যাত ব্লগার জামাল ভাস্কর। শুনবেন এই পডকাস্টটিতে

ব্লগারদের এসব প্রতিক্রিয়া ও বিশ্লেষণ স্মরণ করিয়ে দেয় শক্তিশালী সিটিজেন মিডিয়া উত্থানের। যারা এতদিন কথা বলেনি, তারা যখন সবাই একসাথে কথা বলে উঠবে তথাকথিত উপদেষ্টারা নিশ্চয়ই নতুন করে ভাবতে বাধ্য হবেন।