সিনিয়র সিটিজেনদের জন্য আমরা কি কিছু ভাবছি?

কৌশিক আহমেদ
Published : 13 Sept 2011, 11:18 AM
Updated : 13 Sept 2011, 11:18 AM

ভারতবর্ষ ভ্রমণে আছি। বন্ধুর মা টিকিট কাটছিলেন কোলকাতা টু দিল্লী। বয়স তার ৬০ – ফলে টিকিটের দাম হয়ে গেছে অর্ধেক। ভারত সরকার তার পঞ্চাশোর্ধ্ব নাগরিকদের জন্য ট্রেনে বিশেষ এ সুবিধা দিচ্ছে। কথা বলে জানলাম সিনিয়র সিটিজেনদের রাষ্ট্রীয়ভাবে আরো কি কি বিষয়ে সুবিধা দেয়া যায় তা নিয়ে তাদের সরকার ভাবছে।

এটা তো নিশ্চয়ই সবার মনে হবে যখন আমরা কোনো লাইনে দাঁড়াই, হাসপাতাল, ব্যাংক, বাস বা অন্য কোনোকিছুর জন্য, তখন বয়সীদের সামনে দেয়া উচিত। যদি আইন করেই এমন সুবিধা প্রদান করা হয় তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য হবে। তাদের জন্য বিভিন্ন সেবার খরচেও বিশেষ ডিসকাউন্ট দেয়ার কথাও ভাবা যেতে পারে।

আমরা আমাদের দেশের সিনিয়র সিটিজেনদের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো সুবিধা দেবার কথা কি ভাবতে পারি না?