আমেরিকা মহাদেশ জুড়ে স্যাটালাইট আতঙ্কের ঢেউ

কৌশিক আহমেদ
Published : 23 Sept 2011, 11:49 AM
Updated : 23 Sept 2011, 11:49 AM

আমেরিকা মহাদেশের যেকোনো স্থানে আগামী চারঘন্টার মধ্যে আছড়ে পড়বে ২০০৫ সালে অকেজো হয়ে যাওয়া একটা স্যাটালাইটের খন্ড বিখন্ড। নাসা জানে না এখনও কোথায় পড়বে, এবং তারা আছড়ে পড়ার দুই ঘন্টা পূর্ব পর্যন্ত সে অনুমান করতেও অক্ষম। ১৯৯১ সালে প্রেরিত Upper Atmosphere Research Satellite (UARS) নামক স্যাটেলাইটটি পাঠানো হয়েছিলো ওজন স্তর সংক্রান্ত গবেষণায়, কিন্তু ২০০৫ সালে এর কার্যক্ষমতা লুপ্ত হবার পরে নাসা সেটাকে ফিরিয়ে আনার উদ্যোগ না নেওয়ায় সমস্ত আমেরিকা মহাদেশ এখন ঝুঁকির সম্মুখীন। ব্রাজিলে যুদ্ধাবস্থা বিরাজ করছে, বিমান বাহিনীর স্পেশাল মিসাইল প্রস্তুত রাখা হয়েছে যেন বায়ুস্তরে আসা মাত্র স্যাটালাইটের খন্ডিত অংশ কোনোভাবে নিরাপদ স্থানে পতনের ব্যবস্থা করতে পারে।

ধারণা করা হচ্ছে এই স্যাটালাইটের খন্ডিত অংশ কোনো লোকালয়ে পতিত হলে অকল্পনীয় রকমের ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। এত বড় ঝুঁকি মাথায় রেখে নাসা এই স্যাটালাইট এতোদিন ঝুলিয়ে রেখেছিলো। মহাকাশ গবেষণায় আমেরিকার ব্যয় সংকোচন নীতির কারণে নাকি এই নাসা নিরাপদে ইউএআরএস পৃথিবীতে ফিরিয়ে আনার বিপরীতে অন্য প্রকল্পে নিয়োজিত হয়।

সূত্র তারা নিউজ।