হ্যাকার H4M4_rEmOtEr রেসিডেনসিয়াল মডেল কলেজের ওয়েসবাইট হ্যাক করে জানিয়ে দিয়েছে, Your Site Has Been Hacked এবং তাদের পরিচয় বর্ণিত হয়েছে Kurdish Hackers নামে। যোগাযোগের জন্য ইমেইল এড্রেস দিয়েছে H4M4_rEmOtEr@yahoo.com ।

আজকে স্কুলের ভর্তি সংক্রান্ত কোনো নোটিশ আছে কিনা জানতে ওয়েবটিতে ঢুকে এই দৃশ্য দেখলাম। ১০ই নভেম্বর হ্যাক করা হলেও এখন পর্যন্ত সাইটটি ঠিক করা হয়নি। তবে হ্যাকারগ্রুপ সাইটের কোনো দৃশ্যমান অনিষ্ট করেনি বলে মনে হচ্ছে। গুগল সার্চে কুর্দিশ হ্যাকার্সের ওয়েবসাইটের ঠিকানা পাওয়া গেলো – www.kurdishhackers.tk/ । তবে সাহস করে আর ঢুকলাম না।
সাইটের এড্রেস হলো http://www.drmc-bd.org/।
কেরাইম মাসটার গোগো বলেছেনঃ
সকাল সকাল খবর টা পইড়া মেজাজ খারাপ হয়ে গেল। আমি নিজে এই স্কুল এর ছাত্র।
এই নামে কোনও ওয়েব সাইট নাই। আমি দেখেছি । স্কুল এর সাইট টা একটু ঘাটা ঘাটি করে দেখলাম, সাইট টা সেলিম স্যার এর ডেভেলপ করা।
আমার মনে হয় এইটা লোকাল হেকার।
ফাইয়াজ বলেছেনঃ
joomla হ্যাক করা টা সোজা, আর এই গাধা যেই কাজ করসে এইটা হ্যাক এর মধ্যে পরে না।
Wasim বলেছেনঃ
দিস ইস ওয়ান অফ দে ফিনেষ্ট স্কুল ইন বাংলাদেশ.মে বে দে আর প্রডিউসিং বেস্ট সার্ভিসেস অল ওভার এভের্য্ব্হেরে।
[মন্তব্যের অবোধগম্য অংশটুকু মুছে দেয়া হলো: ব্লগ টিম]