ঠাকুরগাঁওয়ে কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা সভা

কৃষ্ণেন্দু দাস
Published : 18 May 2018, 05:08 AM
Updated : 18 May 2018, 05:08 AM

ঠাকুরগাঁওয়ে 'দেশের অর্থনৈতিক উন্নয়নে কারিগরি শিক্ষায় শিক্ষিতের হার বাড়ানোর গুরুত্ব' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ মে জেলার শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আয়োজনে হওয়া এ সেমিনারে বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে বিভিন্ন আলোচনা করেন।

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আলি আকবর খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব এ.বি.এম আজাদ। তিনি অধিদপ্তরের স্কিল এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (স্টেপ) পরিচালক।

বিশেষ অতিথি ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার এবং নির্বাহী প্রকৌশলী অরুনাংশ সেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের স্কিল এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের বিশেষজ্ঞ জিল্লুর রহমান।

সেমিনারে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, ভোকেশনাল ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রায় ২৮০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বক্তারা বলেন, দেশের মানুষের মাথাপিছু আয় বাড়াতে হলে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনশক্তি বাড়াতে হবে। এজন্য মাধ্যমিক পাশের পর কারিগরি শিক্ষা নিতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা যেতে পারে।

আলোচনা পর্ব শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপস্থিত শিক্ষকদের মধ্যাহ্নভোজ করানো হয়।