চলাচলে ঝুঁকিপূর্ণ টঙ্গী স্টেশন রোডের ফুটওভারব্রিজ

কৃষ্ণেন্দু দাস
Published : 29 Nov 2018, 09:33 AM
Updated : 29 Nov 2018, 09:33 AM

টঙ্গী স্টেশন রোডের ফুটওভারব্রিজটির পাটাতন বিভিন্ন জায়গায় ক্ষয়ে ও ভেঙ্গে গেছে।  অসংখ্য জোড়াতালি দিয়ে মেরামত করা হলেও ব্যস্ততম এই ফুটওভারব্রিজটি নাগরিকদের চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এখনই এখানে নতুন ফুটওভারব্রিজ স্থাপন করা না হলে, পুরনো এই ফুটওভারব্রিজে চলাচলে ঘটতে পারে যে কোনো দুর্ঘটনা।

ফুটওভারব্রিজের পাটাতনের  ইস্পাত মরিচা ধরে ক্ষয়ে গেছে।

ফুটওভারব্রিজের ক্ষয়ে যাওয়া ও ভেঙ্গে যাওয়া পাটাতনে  কারও পা আটকে গিয়ে ঘটতে পারে দুর্ঘটনা।

ফুটওভারব্রিজটি  মেরামতে ব্যবহার করা হচ্ছে  কম পুরুত্বের, কম দামি এবং নিম্নমানের শিট।

মেরামতের নামে অসংখ্য জোড়াতালিতে চলাচলের অযোগ্য হয়ে উঠছে ফুটওভারব্রিজটি।