দুর্ঘটনার কারণ হতে পারে হাতিরঝিলে গতিরোধকের আগে গতিসীমা নির্দেশকটি

কৃষ্ণেন্দু দাস
Published : 13 June 2019, 11:01 AM
Updated : 13 June 2019, 11:01 AM

রাজধানী ঢাকার হাতিরঝিলের রাস্তাটিতে একটি মারাত্মক ক্রুটি নজরে এলো।

রামপুরা ব্রিজ থেকে এফডিসি অভিমুখে হাতিরঝিলে ব্রিজটিতে উঠতে প্রায় ২০০ গজ আগে একটি গতিরোধক রয়েছে; আর গতিরোধকের মাত্র  ৪০ ফুটে আগে একটি সাইনপোস্টে লেখা রয়েছে সর্বোচ্চ গতিসীমা  '৪০'।

আর এটাই সেই ভুল। গতিরোধকের মাত্র ৪০ ফুট আগে গাড়ির গতি কমে আসে। গতিরোধকের পরে যে ৪০ ফুটের মধ্যেও গতি কম থাকে ও বাড়তে শুরু করে।  যতটুকু বুঝি, গতিরোধকের আগে ও পরে সর্বোচ্চ ৫ কিলোমিটার/ঘণ্টার মধ্যে গতি থাকে যানের।

সর্বোচ্চ ৪০ কিমি/ঘন্টা গতি থাকা সম্ভব গতিরোধকের কমপক্ষে ২০০ গজ  বা ৬০০ ফুট আগে ও পরে।

যদি গতিরোধকের ৪০ ফুটের ভেতরে আসার পরও গাড়ির গতি ৪০ কিলোমিটার/ঘণ্টা থাকে তাহলে যে কোনো গাড়ি মারাত্মকভাবে লাফিয়ে উঠবে।  এতে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায় সব সময়ই।

ভুল জায়গায় স্থাপিত অথবা ভুল গতিসীমা লেখা সাইনপোস্টটি ট্রাফিক পুলিশ সরিয়ে ফেলে সংশোধিত সাইনপোস্ট উপযুক্ত স্থানে বসাবেন, নাগরিক হিসেবে এটা দেখার অপেক্ষায় থাকছি।