একটু দাঁড়ান, বিষয়টি খুব জরুরী

যুবক
Published : 16 June 2012, 03:50 AM
Updated : 16 June 2012, 03:50 AM

আমি আমার সকল ব্লগের বন্ধুকে অনুরোধ করব মিয়ানমার এ যে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে তার তীব্র প্রতিবাদ করার জন্য আমরা হয়ত তাদের সরাসরি গিয়ে সহযোগিতা করতে পারব না কিন্তু বাংলাদেশ সরকার যাতে তাদের আশ্রয় দেয় তার জন্য সরকার এর উপর তীব্র চাপ সৃষ্টি করতে পারব। দেখুন বন্ধুরা ১৯৭১ সালে আমাদের দেশ এ যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন আমাদের নিরীহ মা বোনেরা পাশের দেশ ভারতে আশ্রয় নেয় ।তাই আমাদেরও উচিত আজ নিরীহ রোহিঙ্গাদের আশ্রয় দেয়া।অনেকে বলে তারা মুসলিম তাই মুসলিম দেশ হিসেবে তাদের আশ্রয় দেয়া উচিত ।কিন্তু আমার কথা হল যদি আমরা মুসলিম হই তবে কেউ যদি বিপদে পড়ে আমাদের কাছে সাহায্য চায় তা সে যে ধর্মের হোক না কেন একজন মুসলিম হিসেবে আমাদের তাকে সাহায্য করা উচিত ।ইসলাম দল মত নির্বিশেষে মানুষের বিপদে সাহায্য করার কথা বলেছে তাই ভাইয়েরা মানবতার কথা চিন্তা করে আমাদের মুক্তিযুদ্ধে সারা বিশ্বে মানুষের আমাদের যে সহযোগিতা করেছে যে সহানুভূতি দেখিয়েছে তার কথা চিন্তা করে আজ আমরা তাদের পাশে দাঁড়াই। মানুষ মানুষ এর জন্য বিপদে মানুষই তো মানুষকে সাহায্য করবে তাই ভাইয়েরা আসুন বেশী কিছু না করতে পারি অন্তত আমরা যারা ফেসবুক ব্যবহার করি,বিভিন্ন ব্লগ লিখি তারা এ সব প্রযুক্তি ব্যবহার এর মাধ্যমে বাংলাদেশ সরকার এর কাছে এই বার্তা পাঠিয়ে দিই যে আমরা বাংলাদেশ এর জনগন চাই রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়া হোক। এবং তাদের যত রকম সহযোগিতা লাগে তা করা হোক। এবং আন্তর্জাতিক ভাবে মিয়ানমার উপর চাপ সৃষ্টি করা হোক যাতে এই সহিংসতা বন্ধ করা হয়।