ক্যাম্পাস সম্প্রসারনের দাবিতে ডুয়েট ছাত্রদের গাজীপুরের জাগ্রত চৌরঙ্গীর সামনে মানববন্ধন

যুবক
Published : 24 June 2012, 06:31 PM
Updated : 24 June 2012, 06:31 PM

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ছাত্ররা তাদের ক্যাম্পাস সম্প্রসারন এর দাবিতে গাজীপুর চৌ্রাস্তার ঐতিহ্যবাহী জাগ্রত চৌরঙ্গীর সামনে মানব বন্ধন করে।মানব্বন্ধন শেষে ছাত্ররা চৌরাস্তায় কিছু সময় মিছিল করে এবং তার পর সংক্ষিপ্ত সমাবেশ করে তাদের আজকের মত কর্মসূচী সমাপ্ত করে।

ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট )বাংলাদেশর পাঁচটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় মধ্যে একটি ।ইঞ্জিনিয়ারিং শিক্ষার ক্ষেত্রে অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এর মত ইহাও জাতির অগ্রগতিতে অবদান রাখছে।কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই বিশ্ববিদ্যালয় এর ভূমির পরিমান অতি নগন্য। ভুমির কারনে এই বিশ্ববিদ্যালয় এর যাবতীয় উন্নয়ন কার্যক্রম থমকে গেছে।ছাত্র শিক্ষক কর্মচারীদের আবাসন সমস্যা তো আছেই তার পরে খেলার মাঠ সমস্যা,নতুন বিভাগ সমস্যা, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ সমস্যা সহ নানা ধরনের ভূমির অভাব জনিত সমস্যায় জর্জরিত এই ক্যাম্পাস। সম্প্রতি একমাত্র খেলার মাঠে আবাসিক হল নির্মাণ এর প্রেক্ষিতে গত মাস এর ১৪ তারিখ থেকে ছাত্ররা ভূমির দাবিতে আন্দোলন করে আসছে।আজ প্রায় দেড় মাস এই ক্যাম্পাসে ভূমি আন্দোলন চলছে। ক্যাম্পাস সম্প্রসারন এর দাবিতে ছাত্ররা ক্লাস পরীক্ষা বর্জন করছে। এরই প্রেক্ষিতে ছাত্ররা আজ গাজীপুর এর ঐতিহ্যবাহী জাগ্রত চৌরঙ্গীর সামনে মানববন্ধন করে। মানববন্ধন কর্মসূচী শেষে তারা সেখানে মিছিল করে এবং এক সংক্ষিপ্ত সমাবেশ করে।সমাবেশে এই আন্দোলন এর আহবায়ক আবদুল্লা আল মাসুম বলেন ভূমি আদায় এর লক্ষে তাদের কর্মসূচী অব্যাহত থাকবে এবং এই দাবিতে আগামী ২৭শে জুন ঢাকা মুখি লং মার্চ ঘোষণা দেন, তিনি বলেন যদি আমাদের শান্তি পূর্ণ কর্মসূচী এর মধ্যে সরকার আমাদের ভূমি না দেয় তবে আমরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব।