রোহিঙ্গা ইস্যু: মানবতাবাদি বনাম জাতীয়তাবাদি

আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 19 June 2012, 06:55 PM
Updated : 19 June 2012, 06:55 PM

***
১৪ জুন ২০১২ সংসদে দেয়া পররাষ্ট্রমন্ত্রীর সবক'টি যুক্তি অকপটে মেনে নিচ্ছি। রাষ্ট্রকে রাষ্ট্রিয় স্বার্থেই এ দিকগুলো ভাবতে হবে, সতর্ক থাকতে হবে, আলোচনা চালাতে হবে। কিন্তু প্রিয় প্রধানমন্ত্রী, সমুদ্র বিজয়ের পর মানবতার যে ঢেউ আছড়ে পড়ছে আমাদের সীমান্তে, তাকে জয় করতে চান না কি আপনি???? আপনার সামান্য মানবিক সিদ্ধান্ত আগামিকাল নিশ্চয়ই শান্তিতে নোবেল পাওয়া অং সাং সুকি'র জন্যও শিক্ষা হয়ে থাকবে। নিশ্চয়ই সুকি'রও শেখার আছে আপনার কাছ থেকে …

***
সোশ্যাল নেটওয়ার্কারদের প্রতি বিশেষ অনুরোধ, মুসলিম-বৌদ্ধ সংঘাতকে পুঁজি করে ফেসবুকে প্রচারমুখী বিশেষ ধর্মকাতর গ্রুপগুলোর বৌদ্ধ ধর্মীদের কর্তৃক মুসলিম হত্যার এবং মৃতদেহের বিভৎস ছবি প্রচার করে ধর্ম প্রচার ও ধর্ম বিদ্বেষ ছড়ানোর "সম্ভাব্য" কর্মকাণ্ড (লাইক এন্ড শেয়ার বিজনেস) সম্পর্কে আগাম সতর্ক থাকুন। ইতিমধ্যে বিভিন্ন ছবিতে তথ্য বিভ্রান্তি ঘটিয়ে ফেসবুক প্রচার-প্রচারণাও কম-বেশি চলেছে।

এক পক্ষ আমাদের মানবতাবোধকে বুঝতে চাচ্ছে না, যেমন সরকার। অন্য পক্ষ আমাদের মানবতাবোধকে ঠিকই বুঝে যায় এবং অপব্যবহার করতে দেরি করে না …

***
আপনার অঢেল আছে, আপনার জীবনে কোন সংকট নাই এরকম পরিস্থিতিতে যখন আপনি কাউকে সহায়তা করেন, তখন সেটা মানবতার উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য হয়ে ওঠেনা, কিন্তু আপনার হাত টান, প্রাণ যায় যায় দশা, নিজেরই চলে না, হাজারো সমস্যায় জর্জরিত, এমন প্রতিকূলতার মধ্যেও যখন কাউকে সহায়তার হাত বাড়িয়ে দেন, পাশে দাঁড়ান , তখনই সেটা মানবতার উজ্জল দৃষ্টান্ত হয়ে ওঠে। … তবে আজকাল নতুন করে মানবতার সংজ্ঞা শিখছি … আজকাল আমাদের দেশপ্রেম দেখে মুগ্ধ হই! … দেশে এত দেশপ্রেমিকদের ছড়াছড়ি! জয় বাংলাদেশি জাতীয়তাবোধ!

***
সুদীর্ঘকালের গৃহবন্দীত্ব অং সাং সুচির পাবলিক ইমেইজকে বিশ্বে বলিষ্ঠ করছিল ঠিকই, কিন্তু সুচি নিজে বোধকরি ভঙ্গুর, দুর্বল হয়ে উঠছিলেন, আর তাই মুক্ত সুচি নোবেল সংগ্রহের জন্য ব্যস্ত থাকবেন, নোবেল হাতে নিজেই নিজের আত্ম মূর্তি খুঁজে ফিরবেন এটাই স্বাভাবিক… সুচি আসলে নিজেকে স্বীকৃতি দিতে চান, দীর্ঘ বন্দিত্বে সুচি নিজেকে হারিয়ে ফেলেছেন …

***
(রবিবার, ১৭ জুন ২০১২, দুপুর ১২:৩৫)

আমরা সমুদ্র বিজয়ী জাতি।
আমরা জাতীয় স্বার্থে একতাবদ্ধ জাতীয়তাবাদি।
তাই আসুন, আমরা ফিলিস্তিনের জন্য কাঁদি
হই মানবতাবাদি
…কারণ ওরা আমাদের সীমান্তে নৌকা করে আসে না।
…কারণ ওরা আমাদের সমুদ্রে ভেসে সাঁতার কাটে না।

আসুন, আমরা সোমালিয়ার ক্ষুধার্তদের তরে অন্ন সংস্থান করি
আসুন, বিক্ষত লাইবেরিয়া নতুন করে গড়ি
আসুন, নরওয়ের বোমা হামলায় শোকার্ত হই,
আশংকিত হই লন্ডন রায়টে
আসুন, একটি শোকে মূহ্যমান গোলাপ জমা দেই আন্তর্জাতিক মানবতার তটে

আমাদের মানবতা পেরিয়ে গেছে সাত সমুদ্র পাড়
যদিও আমাদের সমুদ্র স্রোতে ভাসে নিরাশ্রয়-হাহাকার
…কেননা আমরা বৈশ্বিক মানবতাবাদি হালে
…কেননা আমরা আর দেই না হাওয়া কারো "আভ্যন্তরীণ' পালে …
…কেননা আমরা সমুদ্র বিজয়ী জাতি।
…কেননা আমরা জাতীয় স্বার্থে একতাবদ্ধ জাতীয়তাবাদি।