জীবিকা: এলাকাবাসীর হাতি দর্শন, মাহুতের উপার্জন

আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 16 August 2012, 05:13 AM
Updated : 16 August 2012, 05:13 AM

আচমকা পল্লবীর ফলবাজারে বিরাটাকায় হাতির আগমন শুক্রবার, ৩ আগস্ট ২০১২ বিকাল ৪:০০টা নাগাদ এলাকায় মৃদু প্রাণচাঞ্চল্য এনে দিয়েছিল। হাতি ফলের দোকানের সামনে যাচ্ছে, হাতি দর্শনের আনন্দে কোন দোকানি আনারস দিচ্ছে, কেউ অন্য কোন ফল। দু'টো দোকানদারকে ১০/২০ টাকাও দিতে দেখা গেল। হাতি শুড় দিয়ে টাকা নিয়ে শুড় উপরে তুলে টাকা চালান করে দিচ্ছে পিঠে বসে থাকা মাহুতের হাতে। অনেকেই বলছেন, এমন ঢাকার আরো কয়েক স্থানে দেখা গেছে, এই রোজার মধ্যেই। হাতি দর্শন একটি আমোদিত-বিনোদিত হবার মতই বিষয়। এই নির্মল বিনোদনকেই পুঁজি করে ঈদের আগে মাহুত কিছু উপার্জন করে নিচ্ছে।