নদী বাঁচাও ক্যাম্পেইনে ‘রিভারাইন পিপল’

আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 26 April 2011, 07:07 PM
Updated : 26 April 2011, 07:07 PM

নদীমাতৃক দেশে নদীর অস্তিত্ব এখন হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন বা প্রাকৃতিক বিপর্যয় যেমন একটি কারণ, তেমনি পেছনের মূল কারণটি হলো মানবিকতার বিপর্যয়। নদী ভরাট, নদী-খাল-বিল-পুকুর দখল নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে যাচ্ছে। আমাদের অসচেতনতার কারণে নদী-খাল-বিল এমনকি শহরের লেকগুলো পর্যন্ত বর্জ্য আর আবর্জনার স্তুপ হয়ে উঠছে।

দখলদারিত্বে রাজনৈতিক প্রভাব আছে, অনিয়মের বিপরীতে আইন প্রয়োগের অভাব আছে কিন্তু প্রসাশন অনেক ক্ষেত্রেই নীরব।

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নদী বাঁচানোর উদ্যোগ নিতে হবে। সরকারকে সচেতন হতে হবে। জনগণকে সচেতন হতে হবে। নদী রক্ষার্থে, নদী বাঁচাও আন্দোলনকে ছড়িয়ে দিতে ফেসবুকে জনপ্রিয় একটি গ্রুপ রয়েছে- রিভারাইন পিপল (Riverine People)

এখানে নদী সংক্রান্ত যে কোন সংবাদ, প্রচারণা, আলোচনা, ব্লগের লিংক, ছবি প্রদানকে উৎসাহিত করা হয়।

রিভারাইন পিপল এর উদ্যোগে গত বছর বিশ্ব নদী দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নদী নিয়ে যে বিষয়ভিত্তিক ছবি জমাদানে আহ্বান করা হয় –

* বাংলাদেশের নদী-সৌন্দর্য
* নদীসংলগ্ন জনজীবন
* নদী ভিত্তিক খেলা
* নদী দূষণ
* বাংলাদেশের নদী বাঁচাতে সচেতনতা

রিভারাইন পিপল গ্রুপটিতে যোগ দিতে ক্লিক করুন- Riverine People

নদী বিষয়ক আপনার তোলা ছবি, ব্লগ লিংক গ্রুপটিতে শেয়ার করতে পারেন।

'নদী বাঁচাও' আন্দোলনে সামিল হন।