নড়বড়ে ফুটওভার ব্রিজ – জসিমউদ্দিন রোড

আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 2 Feb 2013, 05:24 PM
Updated : 2 Feb 2013, 05:24 PM

ফুটওভার ব্রিজের সিঁড়ি দিয়ে নামার দুলে ওঠে সিঁড়ি। কারণটা ভূমিকম্প নয়। সিঁড়ির গোড়া মূল ভিত্তি থেকে আলগা হয়ে গেছে। ফলে চলাচলকারীরা এই ফুটওভার ব্রিজের এই সিঁড়ি দিয়ে ওঠা-নামার সময় সিঁড়ি সামান্য করে নড়েচড়ে-দুলে উঠছে। এই ফুটওভারের মোট ৪টা সিঁড়ি। এই সিঁড়ির ঠিক উল্টোপাশের সিঁড়ির মুখটা চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয়েছে, কোন না কোন ঝুঁকিপূর্ণ কারণে। কিন্তু এপাশেরটা এখনো চলাচলের জন্য উন্মুক্ত।

ছবিটি জসিমউদ্দিন রোড (উত্তরা) -এর সামান্য আগের ফুটওভার ব্রিজের। তোলা (মোবাইল ক্যামেরায়) হয়েছে তিন-চার দিন আগে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার উপায় কী?