ব্লগে একটি কবিতা উৎসব করলে কেমন হয়? প্রথম আলো ব্লগ কবিতা উৎসব।
সাহিত্যপ্রেমী ব্লগার নীলসাধু’র প্রস্তাবনা ছিল এমনটি। কিভাবে সম্ভব হবে এই কবিতা উৎসব? নিয়মাবলী বাতলে দিয়েছেন তিনি।
১. কবিতা আহ্বান করে একটি পোস্টে একজন ব্লগার তার নিজের একটি কবিতা পোস্টের লিংক দিতে পারেন।
২. একই ব্লগার ইচ্ছা করলে অন্য আরেকজনের কবিতার লিংকও দিতে পারেন।
অর্থ্যাৎ একজন ব্লগার দু’টি কবিতার লিংক দেয়ার সুযোগ পাচ্ছেন।
কবিতা জমা পড়া কবিতা বাছাইয়ে ব্লগার নীল সাধু একটি সম্ভাব্য নির্বাচক কমিটিও প্রস্তাব করেছেন-
তাহমিদুর রহমান
আমার কবিতা
সাইফ ভূঁইয়া
রশীদ জামীল
আসমা সুলতানা মিতা
কুহক
সানশাইন
প্রামাণিক জালাল উদ্দিন
রাখী
১০ জন লেখকের নির্বাচিত সেরা ১০টি কবিতা এক রঙ্গা এক ঘুড়ির সাহিত্যপত্র ঘুড়ির বর্ষা সংখ্যয় প্রকাশিত হতে পারে যদি ব্লগারদের কোন আপত্তি না থাকে।
জানিয়েছেন নীল সাধু। তিনি আরো লিখেছেন,
এই উৎসব চলতে পারে ১লা মে ২০১১ থেকে ২০শে মে পর্যন্ত। তারপর যাচাই বাছাই এবং ১০ জন ব্লগারের মতামতের ভিত্তিতে সেরা ১০টি লেখা ব্লগে প্রকাশ হতে পারে জুনের প্রথম সপ্তাহে।
পোস্টে ব্লগার বাউন্ডুলে মন্তব্য করেছেন,
শুকরিয়া এবং সাধুবাদ,সাধু ভাই।
বিচারক প্যানেলে সম্প্রসারণ করে ব্লগার,’পরবাসী’,’মন’,’সাইফ আলী ভূঁইয়া’,’আব্দুল হাক’কেও রাখা যেতে পারে আপনার প্রস্তাবিত নামগুলোর সাথে।কবিতা সম্পর্কে তারা সম্পূর্ণ নিবেদিত প্রাণ এবং ধারণা সমৃদ্ধ।
এটা আমার ব্যক্তিগত অভিমত।
কবিতা উৎসবে যোগ দিতে মূল পোস্টটি দেখতে পারেন – প্রস্তাবনাঃ প্রথম আলো ব্লগ কবিতা উৎসব
নাহুয়াল মিথ বলেছেনঃ
উৎসবে রঙ্গীন হয়ে ওঠুক।
আজমাল হোসেন মামুন বলেছেনঃ
খুব সুন্দর উদ্যোগকে স্বাগত জানাই। কবিতা সাহিত্যের প্রাণ। যে কবিতা পছন্দ করে না তার হৃদয় খুবই কঠিন। তাইতো কবি ওমর খৈয়াম বলেছেন,
এক সুরাহি সুরা দিও
একটু রুটির ছিলকে আর
প্রিয়া সাকি তার সাথে এক খানি বই কবিতার,
জীর্ণ আমার জীবন জুড়ে রইবে প্রিয়া আমার সাথ
এই যদি পাই চাইবো নাকে আমি শাহানশার।
রুবাইয়্যাতের এই চরণগুলোতে কবিতার মর্যাদা এবং গুরুত্ব ফুটে ওঠেছে। বিষয়টি নিয়ে ব্লগিং করার জন্য সংশ্লিষ্ট ব্লগারকে আন্তরিক অভিনন্দন।